তখন একেবারে মাঝরাত। দিনের শেষে প্রায় সকলেই বিশ্রাম নিচ্ছেন। কিছু লোক তখনও রাতের ডিউটি সেরে বাড়ি ফিরছেন। এ সময়ে আচমকাই দিল্লি ও তার পার্শ্ববর্তী এলাকার আকাশ ঝলসে উঠল আগুন-আলোয়। এক উজ্জ্বল আলোর রেখা আকাশ চিরে ছুটে গেল এ-প্রান্ত থেকে ও-প্রান্তে।
ঘটনাটি ঘটেছে গত কাল রাত ১টা ২০ নাগাদ। দিল্লি, নয়ডা, গাজ়িয়াবাদ, গুরুগ্রাম, এমনকি আলিগড় থেকেও দেখা পাওয়া গিয়েছে। যাঁরা এ দৃশ্যের সাক্ষী হন, তাঁরা কিছুটা ধন্দেই পড়েন। অনেকেরই প্রশ্ন ছিল, উল্কা না কি কোনও মহাকাশযানের ধ্বংসস্তূপ? শনিবার সকালে সমাজমাধ্যম ছেয়ে যায় ‘উল্কার’ ভিডিয়োয়। তাতে দেখা যায়, কিছু সময়ে পরে অগ্নিপিণ্ডটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। তার পরে ছোট টুকরোগুলি একই ভাবে আকাশ আলো করে ছুটতে থাকে। যাঁরা নিজের চোখে এই দৃশ্য দেখেছেন, তাঁদের কথায় সারাজীবন মনে থাকবে এই মহাজাগতিক অভিজ্ঞতা।
একদল যখন একে উল্কাবৃষ্টি বলছে, তখন অন্য দলের সন্দেহ রয়েছে। তাদের কথায়, নয়াদিল্লির আকাশে যে উজ্জ্বল আলোর রেখা দেখা গিয়েছে, তা চিনা সিজ়েড-৩বি রকেটের ধ্বংসাবশেষ হতে পারে। বায়ুমণ্ডলে প্রবেশ করে তা জ্বলে উঠেছে। কিন্তু বিশেষজ্ঞদের একাংশের মতে, এটি একটি অস্বাভাবিক বড় উল্কা (বোলাইড)। ‘আমেরিকান মিটিয়র সোসাইটি’ জানিয়েছে, আলোর রেখাটি দেখে তাদের অনুমান এটি পেরসেড উল্কা। মাঝ-অগস্টে অনেক সময় এদের দেখতেপাওয়া যায়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)