Advertisement
২৬ এপ্রিল ২০২৪
SpaceX

এই প্রথম রাতে মহাকাশচারীদের পৃথিবীতে নামাবে মহাকাশযান

১৯৬৮ সালে নাসা মহাকাশ অভিযান শুরু করার পর এই প্রথম রাতে মহাকাশচারীদের ফিরিয়ে আনা হচ্ছে পৃথিবীতে।

স্পেস-এক্স-এর ড্রাগন রকেট। -ফাইল ছবি।

স্পেস-এক্স-এর ড্রাগন রকেট। -ফাইল ছবি।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ০২ মে ২০২১ ১৪:২৪
Share: Save:

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে নাসা ও জাপান স্পেস এজেন্সির ৪ মহাকাশচারীকে নিয়ে রাতে (আমেরিকার সময়) এই প্রথম পৃথিবীতে অবতরণ করতে চলেছে কোনও মহাকাশযান। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশ অভিযানের ৫৩ বছরের ইতিহাসে এই প্রথম।

নাসা জানিয়েছে, ভারতীয় সময় রবিবার বিকেলের দিকে স্পেস স্টেশনে থাকা ৪ মহাকাশচারীকে পৃথিবীতে ফিরিয়ে আনবে এলন মাস্কের সংস্থা স্পেস-এক্স-এর ড্রাগন রকেট। ১৯৬৮ সালে নাসা মহাকাশ অভিযান শুরু করার পর এই প্রথম রাতে মহাকাশচারীদের ফিরিয়ে আনা হচ্ছে পৃথিবীতে।

নাসার যে ৩ মহাকাশচারীকে ফিরিয়ে আনা হচ্ছে তাঁদের নাম ভিক্টর গ্লোভার, মাইক হপকিন্স, শ্যানন ওয়াকার। এঁদের সঙ্গে রয়েছেন ‘জাপান স্পেস এজেন্সি (জাক্সা)’-র মহাকাশচারী সইচি নোগুচিও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

SpaceX
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE