Advertisement
E-Paper

ব্রহ্মাণ্ডের বিনাশ হবে ‘সময়ের’ অনেক আগেই, দায়ী অদৃশ্য এক শক্তি! দাবি করল নতুন গবেষণা

এক শতাব্দীরও আগে অ্যালবার্ট আইনস্টাইন তাঁর আপেক্ষিকতাবাদ তত্ত্বের অবতারণার সময় প্রথম সেই অদৃশ্য শক্তির ধারণা দিয়েছিলেন। কিন্তু তার রহস্য আজও জানতে পারেননি বিজ্ঞানীরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জুলাই ২০২৫ ১৯:৪৮

—ফাইল চিত্র।

আবার সে এসেছে ফিরিয়া!

‘পাগলা দাশু’ গল্পে লিখেছিলেন সুকুমার রায়। মহাকাশ বিজ্ঞানের সাম্প্রতিক তত্ত্বের কথা বলতে গেলে এই অমোঘ বাক্যটিই মনে পড়ে। তত্ত্বটি হল— আগে যতটা ভাবা হয়েছিল, তার অনেক আগেই বিনাশ হতে পারে মহাবিশ্বের! আর তার জন্য দায়ী হবে ‘ডার্ক এনার্জি’র কারসাজি, যে অদৃশ্য শক্তির রহস্য আজও জানতে পারেননি বিজ্ঞানীরা।

এক শতাব্দীরও আগে অ্যালবার্ট আইনস্টাইন তাঁর আপেক্ষিকতাবাদ তত্ত্বের অবতারণার সময় প্রথম ‘ডার্ক এনার্জি’র ধারণা দিয়েছিলেন। নানা সমীকরণে তিনি বুঝেছিলেন, এই ব্রহ্মাণ্ড হয় ক্রমাগত সংকুচিত হচ্ছে, নয়তো প্রসারিত হয়ে চলেছে। পরে অবশ্য দুই বিজ্ঞানী হেনরিটা সোয়ান লেভিট এবং এডউইন হাবল গবেষণায় প্রমাণ করেন, মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে।

আসলে মহাকর্ষের টানে প্রসারণে লাগাম পড়ার কথা ছিল। কতটা লাগাম পড়ল, সম্প্রসারণের হার কতটা কমে এল, তা মাপতে গিয়ে চক্ষু ছানাবড়া হয় জ্যোতির্বিজ্ঞানীদের। তাঁরা দেখলেন, ব্রহ্মাণ্ডের প্রসারণ হার তো কমছেই না। উল্টে তা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, অচেনা কোনও এক শক্তির ধাক্কায়। এই ‌শক্তিই হল ‘ডার্ক এনার্জি’।

কিন্তু সাম্প্রতিক তত্ত্বে দাবি, এই ‘ডার্ক এনার্জি’ এখন যে ভাবে কাজ করছে, ভবিষ্যতে সে ভাবে কাজ না-ও করতে পারে। ভবিষ্যতে এই অদৃশ্য শক্তির চরিত্রই বদলে যেতে পারে। আর তেমনটা ঘটলে মহাবিশ্ব আর প্রসারিত হবে না! বরং, তা সঙ্কুচিত হতে শুরু করবে, যা ডেকে আনবে ব্রহ্মাণ্ডের বিনাশ।

গত এক বছরে এই বিষয়টি দু’টি সমীক্ষা হয়েছে। একটির নাম ‘ডার্ক এনার্জি সার্ভে’। অন্যটি হল ‘ডার্ক এনার্জি স্পেকট্রোস্কোপিক ইন্সট্রুমেন্ট’। জুন মাসে একটি গবেষণাপত্রও প্রকাশিত হয়েছে। সেটির নাম— ‘দ্য লাইফস্প্যান অফ দ্য ইউনিভার্স’। সেখানে ‘ডার্ক এনার্জি’র চরিত্র-আচরণ নিয়ে নানা দাবি করা হয়েছে।

‘ডার্ক এনার্জি’র মূলত দু’টি অংশ। একটি হল ‘অ্যাগজ়িয়ম’। বিজ্ঞানীরা অনেকে মনে করেন, এটি একটি অতি ক্ষুদ্র কণা। তবে সবটাই অনুমানের পর্যায়ে রয়েছে। এর অস্তিত্ব আজও প্রমাণ হয়নি।

দ্বিতীয় অংশটিকে বলা হয় ‘কসমোলজিক্যাল কনস্ট্যান্ট’। অভিকর্ষ তত্ত্বের সঙ্গে সামঞ্জস্য রাখতে আইনস্টাইন তাঁর ‘সাধারণ আপেক্ষিকতা’ তত্ত্বের সমীকরণে একটি ধ্রুবকের আশ্রয় নিয়েছিলেন। ধ্রুবকটিরই নাম ‘কসমোলজিক্যাল কনস্ট্যান্ট’। গ্রিক অক্ষর ‘ল্যামডা’ দিয়ে একে চিহ্নিত করেছিলেন তিনি। পরে অবশ্য সম্প্রসারণশীল মহাবিশ্বের ধারণার সঙ্গে সাযুজ্য রাখতেই তাঁর সাধারণ আপেক্ষিকতা তত্ত্বের ফিল্ড সমীকরণ থেকে ‘ল্যামডা’ সরিয়ে দেন আইনস্টাইন। তবে আজকের জ্যোতির্বিজ্ঞানীদের একাংশের দাবি, আইনস্টাইনের সমীকরণ থেকে বাদ পড়া সেই ‘কসমোলজিক্যাল কনস্ট্যান্ট’-এর মাধ্যমেই ‘ডার্ক এনার্জি’র সবচেয়ে সন্তোষজনক ব্যাখ্যা দেওয়া সম্ভব।

গবেষণাপত্রে দাবি, মহাবিশ্ব যে প্রতি মুহূর্তে একটু একটু করে সম্প্রসারিত হচ্ছে, তা মূলত এই ‘অ্যাগজ়িয়ম’-এর কারণে। কিন্তু ভবিষ্যতে ওই কণা তাঁর শক্তি হারাবে। তার ফলে ব্রহ্মাণ্ডের সম্প্রসারণের গতি কমতে শুরু করবে। সেই সময় চরিত্র বদলাতে পারে ‘কসমোলজিক্যাল কনস্ট্যান্ট’-এর। দেখা যেতে পারে নেতিবাচক আচরণ। অর্থাৎ, ‘নেগেটিভ কসমোলজিক্যাল কনস্ট্যান্ট’। যার অর্থ হল— তখন মহাবিশ্বের সম্প্রসারণ প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে এবং তা ধীরে ধীরে সঙ্কুচিত হতে শুরু করবে।

বিজ্ঞানীদের একটি বড় অংশের অনুমান, এই বিশ্বব্রহ্মাণ্ডের জন্ম ‘বিগ ব্যাং’ বা মহাবিস্ফোরণ ঘটে। সাম্প্রতিক গবেষণাপত্রে দাবি, মহাবিশ্বের বিনাশকালে ঠিক বিপরীত ঘটনা ঘটবে। অর্থাৎ, মহাবিশ্ব সঙ্কুচিত হতে হতে, ছোট হতে হতে একটি বিন্দুতে এসে থামবে। গবেষণাপত্রে দাবি, আজ থেকে হাজার কোটি বছর পর শুরু হবে মহাবিশ্বের সঙ্কোচন। তার পর আরও হাজার কোটি বছর লেগে যাবে সম্পূর্ণ সঙ্কুচিত হয়ে একটি বিন্দুতে পরিণত হতে। এই সময়সীমা ধরে এগোলে ৩ হাজার ৩০০ কোটি বছরে বিনাশ হবে এই ব্রহ্মাণ্ডের।

যদিও এই তত্ত্ব সম্পূর্ণ কিছু প্রাথমিক তথ্যের উপর দাঁড়িয়ে। এ ব্যাপারে আরও গবেষণার প্রয়োজন রয়েছে। বিশেজ্ঞদের বক্তব্য, ‘কসমোলজিক্যাল কনস্ট্যান্ট’-এর আচরণ নেতিবাচক হলেও যে এই তত্ত্ব সম্পূর্ণ ঠিক, সে কথা বলা যাবে না।

গত শতাব্দীর শেষ সিকিভাগ ধরে বিজ্ঞানীদের একটা বড় অংশ বিশ্বাস করে এসেছেন, এই মহাবিশ্বে যা যা রয়েছে, সেই সব কিছুর মৌলিক উপাদান অণু আর পরমাণু। তবে ব্রহ্মাণ্ডের মাত্র ৫ শতাংশ এই অণু-পরমাণু দিয়ে তৈরি। ২৫ শতাংশ তৈরি ‘ডার্ক ম্যাটার’ দিয়ে। এটি হল এক ধরনের অজানা বস্তু, যা দেখা যায় না। তবে অভিকর্ষের মাধ্যমে তার অস্তিত্ব জানা যায়। বাকি ৭০ শতাংশই তৈরি ‘ডার্ক এনার্জি’ দিয়ে।

‘ডার্ক এনার্জি’র উৎস নিয়ে বিজ্ঞানীরা এখনও নিশ্চিত হতে পারেননি। এ ব্যাপারে নানা মুনির নানা মত রয়েছে। অনেকের মতে, মহাশূন্যের অসীম শূন্যতার মাঝে সব সময় যে ‘কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন’ বা কোয়ান্টাম শক্তির রূপান্তর ঘটে চলেছে, তার ফলে ‘ডার্ক এনার্জি’র সৃষ্টি হচ্ছে। যদিও এর সপক্ষে এখনও তেমন কোনও জোরদার প্রমাণ নেই। ফলে ‘ডার্ক এনার্জি’র রহস্য এখনও পর্যন্ত অধরাই রয়ে গিয়েছে। যে শক্তির উৎস সম্পর্কেই এখনও ঠিক ভাবে জানা গেল না, সেই জায়গায় দাঁড়িয়ে তার চরিত্র বদলের সম্ভাবনা নিয়ে আরও অনেক গবেষণার প্রয়োজন বলে মনে করছেন বিজ্ঞানীদের বড় অংশ।

Big Bang Dark Energy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy