Advertisement
০৪ মে ২০২৪

উৎপাত চালানো বাঁদরের মৃত্যু

বেশ কিছু দিন ধরেই এলাকায় উৎপাত শুরু করেছিল একটি বাঁদর। জনা দ’শেক গ্রামবাসী তার কামড়ে জখমও হয়েছেন। বন দফতর চেষ্টা করেও তাকে ধরতে পারেনি। শেষ পর্যন্ত বৃহস্পতিবার বাঁদড়টিকে মৃত অবস্থায় উদ্ধার করল বন দফতর। বড়জোড়ার মালিয়াড়া গ্রামের কিনারপাড়া এলাকার ঘটনা।

নিজস্ব সংবাদদাতা
বড়জোড়া শেষ আপডেট: ২৩ জুলাই ২০১৫ ০২:২৯
Share: Save:

বেশ কিছু দিন ধরেই এলাকায় উৎপাত শুরু করেছিল একটি বাঁদর। জনা দ’শেক গ্রামবাসী তার কামড়ে জখমও হয়েছেন। বন দফতর চেষ্টা করেও তাকে ধরতে পারেনি। শেষ পর্যন্ত বৃহস্পতিবার বাঁদড়টিকে মৃত অবস্থায় উদ্ধার করল বন দফতর। বড়জোড়ার মালিয়াড়া গ্রামের কিনারপাড়া এলাকার ঘটনা। বাঁদরটির মৃত্যুর সঠিক কারণ বুঝে উঠতে পারেনি বন দফতর। বড়জোড়ার রেঞ্জ আধিকারিক মোহন শীট বলেন, “মৃত বাঁদরটির ময়না তদন্ত হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’’ তবে বাঁদরটির গায়ে বেশ কিছু আঘাতের দাগ রয়েছে। উৎপাতের জেরে রেগে গিয়ে কিছু লোক বাঁদরটিকে পিটিয়ে মেরে ফেলেছে বলে আশঙ্কা বন দফতরের। মালিয়াড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান চামেলি লোহার অবশ্য বলেন, “ওই বাঁদরটি দলছুট ছিল। চার-পাঁচটা কুকুর তাকে রাস্তায় পেয়ে আক্রমণ করে। আর তাতেই বাঁদরটির মৃত্যু হয়েছে বলে আমি শুনেছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE