চা বাগানের ভিতর থেকে চিতাবাঘের মৃতদেহ উদ্ধার হল। বৃহস্পতিবার ডুয়ার্সের মেটেলি ব্লকের চালসা চা বাগানের গন্দ্রপ ডিভিশন থেকে চিতাবাঘের মৃতদেহটি উদ্ধার করে বন দফতর। বৃহস্পতিবার শ্রমিকেরা গন্দ্রপ ডিভিশনে চা পাতা তোলার কাজে গেলে সেখানকার ১৩এ সেকশনে পচাগলা চিতাবাঘের মৃতদেহটি দেখতে পান। বাগানের আধিকারিক বন দফতরে খবর পাঠালে মালবাজার বন্যপ্রাণ স্কোয়াড এবং খুনিয়া রেঞ্জের বনকর্মীরা গিয়ে চিতাবাঘের মৃতদেহটি নিয়ে যান। পূর্ণবয়ষ্ক পুরুষ চিতাবাঘটির দেহে কোনও আঘাতের চিহ্ন মেলেনি। এ দিকে বৃহস্পতিবার গরুমারাতে চিতাবাঘটির ময়নাতদন্ত করা হলে সেটির পাকস্থলীতে চিতাবাঘের শাবক মিলেছে বলে বন দফতর সূত্রের খবর। ডিএফও সুমিতা ঘটক জানান, অনেক সময়ই পুরুষ চিতাবাঘ সদ্যোজাত চিতাবাঘের ছানাকে খেয়ে ফেলে। এটিও সেরকমই করেছিল। সংক্রমণজনিত কারণেই সেটির মৃত্যু হয়েছে বলেও ময়নাতদন্তে জানা গিয়েছে বলে জানান তিনি।