Advertisement
১৮ এপ্রিল ২০২৪

টুকরো খবর

হাতির তাণ্ডবে অল্পের জন্যে প্রাণ বাঁচল আট মাসের শিশুর। বৃহস্পতিবার রাতে ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের ঝাড়টন্ডু বস্তি এলাকায় দুটি দাঁতাল ঢুকে পড়ে। বস্তিতে ঢুকে স্থানীয় শুক্রা ওঁরাও ও বিশাইন ওঁরাও এর বাড়ি দুটিও গুড়িয়ে দেয়।

শেষ আপডেট: ১৭ মে ২০১৪ ০২:৪৭
Share: Save:

বাঁচল শিশু

হাতির তাণ্ডবে অল্পের জন্যে প্রাণ বাঁচল আট মাসের শিশুর। বৃহস্পতিবার রাতে ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের ঝাড়টন্ডু বস্তি এলাকায় দুটি দাঁতাল ঢুকে পড়ে। বস্তিতে ঢুকে স্থানীয় শুক্রা ওঁরাও ও বিশাইন ওঁরাও এর বাড়ি দুটিও গুড়িয়ে দেয়। একটি দাঁতল ফুলমন্তী ওঁরাও আট মাসের ছেলে দেব ওঁরাওকে শুঁড়ে তুলে নেয়। তখুনি শুক্রা ও ফুলমন্তী ওঁরাও লাঠি , বাঁশ দিয়ে টিন, থালা বাজিয়ে আওয়াজ করতে শুরু করেন। পরে দাঁতাল দেবকে মাটিতে শুইয়ে দিয়ে চলে যায়। তবে হাতি শুঁড়ে পেচিয়ে ধরলেও আটমাসের শিশু দেব একেবারেই সুস্থ রয়েছে।

ময়াল উদ্ধার

—নিজস্ব চিত্র।

বনবস্তি থেকে উদ্ধার হল সাত ফুট ময়াল। বৃহস্পতিবার ডুয়ার্সের লাটাগুড়ি লাগোয়া বিছাভাঙা বনবস্তি থেকে। সুস্থ থাকায় সেটিকে গরুমারায় ছেড়ে দিয়েছেন বনকর্মীরা। বুধবার ডুয়ার্সে খুঁট্টিমারি থেকে উদ্ধার হওয়া জখম ময়ালটিকে লাটাগুড়ি আনা হয়। সেটির চোয়ালে ক্ষত ছিল। লাটাগুড়ি প্রকৃতিবীক্ষণ কেন্দ্রে সাপটির চিকিৎসা চলছে।

দূষণ নিয়ে

পুরীর দূষণ সংক্রান্ত মামলায় ওড়িশার নগরোন্নয়ন দফতরের সচিবকে তলব করল দিল্লির জাতীয় পরিবেশ আদালত (ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল)। মঙ্গলবার আদালত জানিয়েছে, ওই মামলার পরবর্তী শুনানির দিন, ২৩ মে ওই সচিবকে হাজির হতে হবে। পুরীর দূষণ নিয়ে পরিবেশ আদালতে মামলা করেছেন পশ্চিমবঙ্গের পরিবেশকর্মী সুভাষ দত্ত। তিনি জানান, উপকূল অঞ্চল নিরাপত্তা আইন ভেঙে পুরীর সমুদ্র তটে বহু বেআইনি নির্মাণ হয়েছে।

তৃষ্ণার্ত।—নিজস্ব চিত্র।

মহানন্দার পরিস্থিতি

ছবিটি তুলেছেন বিশ্বরূপ বসাক।

নদীর মধ্যেই ফেলা হচ্ছে খাবারের ফেলে দেওয়া অংশ। তার লোভে দিনভর নদীতে ঘুরছে শুয়োর। নদী লাগোয়া বস্তিগুলি থেকেই এ সব আবর্জনা ফেলা হচ্ছে বলে অভিযোগ। শুয়োর-ও আসছে সেখান থেকেই। শিলিগুড়ি শহরের মধ্যেই মহানন্দার এই পরিস্থিতি নিয়ে অবশ্য হেলদোল নেই পুরসভার। অভিযোগ, এমনিতেই খাটালের জন্য মহানন্দার দূষণ মাত্রা ছাড়িয়েছে। তার মধ্যে বাসিন্দারা নদীতে বর্জ্য, খাবারের অংশ ফেলায় সমস্যা বেড়েছে। শিলিগুড়ি শহরের পরিবেশপ্রেমীদের অভিযোগ, বারবার মহানন্দার দূষণ রোধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। মহানন্দা অ্যাকশন প্ল্যানে নদী সংস্কারের কাজও থমকে। শহরের নিকাশি নালাগুলি থেকে নোংরা জল মিশছে নদীতে। শহরের মধ্যে মহানন্দার দূষণ মাত্রা ছাড়িয়েছে। দূষণের জেরে মহানন্দায় এখন আর মিলছে না নানা প্রজাতির মাছও। পুরসভার সাফাই এবং পরিবেশ বিভাগের মেয়র পারিষদ স্বপন চন্দের দাবি, মহানন্দা সাফ করতে শীঘ্রই অভিযান শুরু হবে। নদী খাত থেকে আবর্জনা সাফ করার পাশাপাশি মহানন্দা সেতুর নীচে থাকা খাটাল সরানোর চেষ্টা করা হচ্ছে।

জামুড়িয়ার জঙ্গলে দাঁতাল

দাঁতাল হাতির খোঁজ মিলল জামুড়িয়ার নিউকেডা শালডাঙা বনধারার জঙ্গলে। সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা ওই হাতিটিকে জঙ্গলে ঘোরাফেরা করতে দেখেন। খবর পেয়ে পুলিশ ও বন দফতরের কর্মীরা এসে হাতিটিকে জঙ্গল থেকে রানিগঞ্জের বাঁশড়ার জঙ্গলের দিকে পাঠিয়ে দেন। রাতে সেটি ফের জামুড়িয়ার খাসকেন্দা ৩ নম্বর ক্যান্টিন পাড়া জঙ্গলে ফিরে আসে। বন দফকরের এক কর্তা জানান, দিন কয়েক আগেই বাঁকুড়া থেকে দামোদর নদ পেরিয়ে ৪২টি হাতির দল রানিগঞ্জে ঢুকেছিল। তার মধ্যে ৪১টি হাতিকে বাঁকুড়ার দিকে পাঠিয়ে দেওয়া গেলেও একটি হাতির খোঁজ মিলছিল না। বন কর্তাদের অনুমান, সোমবার দেখা মেলা দাঁতালটিই সেই নিখোঁজ হাতি।

আরামের স্নান। রায়গঞ্জে তরুণ দেবনাথের তোলা ছবি।

শাবক উদ্ধার

ডুয়ার্সের সাইলিহাট বাজার থেকে একটি হরিণ শাবক উদ্ধার করল বন দফতর। বুধবার সকালে শাবকটিকে ধরে বন দফতরে খবর দেন গ্রামবাসীরা। মালবাজার বন্যপ্রাণী স্কোয়াডের বনকর্মীরা গিয়ে শাবকটি নিয়ে আসেন। সেটি বার্কিং ডিয়ার প্রজাতির হরিণ বলে বন কর্মীরা জানান। লোকালয়ে ঢুকে ছোটাছুটিতে জখম শাবকটিকে লাটাগুড়ি প্রকৃতি বীক্ষণ কেন্দ্রে রেখে চিকিত্‌সা করা হচ্ছে।

সাপের ছোবলে মৃত

সাপের ছোবলে মৃত্যু হয়েছে এক যুবকের। দুর্গাপুর মহকুমা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম বাপি মাইতি (২৪)। বাড়ি ফুলঝোড়ের ডাঙালপাড়ায়। রবিবার রাতে তাঁকে সাপে ছোবল মারে। সোমবার সকালে তাঁর মৃত্যু হয়।

এক ফোঁটা জলের জন্য। হেতমপুরে ছবিটি তুলেছেন দয়াল সেনগুপ্ত।

ফলার। জলপাইগুড়িতে। —নিজস্ব চিত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE