Advertisement
E-Paper

টুকরো খবর

কাঠ পাচারের অভিযোগে রেঞ্জ অফিসার, এক বিট অফিসার-সহ চার বন কর্মীকে সাময়িক বরখাস্ত করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সঠিক তদন্ত ও অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব বনকর্মীদের নানা সংগঠন ও বাসিন্দারা। বক্সা ব্যাঘ্র প্রকল্পের (পূর্ব) কুমারগ্রাম রেঞ্জ অফিসে সোমবার ঘটনাটি ঘটে। অভিযুক্ত রেঞ্জ অফিসারের নাম দীপক চৌধুরী, বিট অফিসারের নাম সমর রায় ও দুই বনকর্মীর নাম তপন নার্জিনারি ও নিয়াসু রায়।

শেষ আপডেট: ২৯ জুন ২০১৪ ০০:২৫

সাসপেন্ড ৪ বনকর্মী

কাঠ পাচারের অভিযোগে রেঞ্জ অফিসার, এক বিট অফিসার-সহ চার বন কর্মীকে সাময়িক বরখাস্ত করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সঠিক তদন্ত ও অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব বনকর্মীদের নানা সংগঠন ও বাসিন্দারা। বক্সা ব্যাঘ্র প্রকল্পের (পূর্ব) কুমারগ্রাম রেঞ্জ অফিসে সোমবার ঘটনাটি ঘটে। অভিযুক্ত রেঞ্জ অফিসারের নাম দীপক চৌধুরী, বিট অফিসারের নাম সমর রায় ও দুই বনকর্মীর নাম তপন নার্জিনারি ও নিয়াসু রায়। বক্সা ব্যাঘ্র প্রকল্পের (পূর্ব) উপক্ষেত্র অধিকর্তা ভাস্কর জেভি বলেন, “বন দফতরের বাজেয়াপ্ত কাঠ অন্যত্র পাচার করার অভিযোগে ওই চার জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।” অভিযুক্ত দীপক চৌধুরী বলেন, “আমি ছুটিতে আছি। মন্তব্য করব না।” বাকি অভিযুক্তদের দাবি, “রেঞ্জ অফিসার যা নির্দেশ দিয়েছেন, সেই মতো কাজ হয়েছে। এর চেয়ে বেশি কিছু বলব না।” বন দফতর সূত্রের খবর, তিন মাস ধরে বিভিন্ন এলাকা থেকে উদ্ধার চোরাই কাঠ সঙ্কোশ বিট অফিসে মজুত করে রাখা ছিল। গত রবিবার কাঠগুলি চারটি ট্রাক্টরে করে কুমারগ্রাম রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হচ্ছিল। দুটি ট্রাক্টর সেখানে গেলেও গামারি, সেগুন কাঠ বোঝাই দুটি ট্রাক্টর কুমারগ্রামে বাড়িয়াপাড়ায় এক ব্যবসায়ীর বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বিষয়টি বক্সা ব্যাঘ্র প্রকল্পের উপ ক্ষেত্র অধিকর্তার নজরে আনেন বাসিন্দারা।

হাতির হামলায় মৃত্যু নয়াগ্রামে

বুনো হাতির হামলায় জখম হয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। সোমবার রাতে নয়াগ্রামের পশ্চিম তপোবনের এই ঘটনায় মৃতের নাম যজ্ঞেশ্বর মল্লিক (৪৫)। বন দফতর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে গরমের জন্য বাড়ির দাওয়ায় ঘুমোচ্ছিলেন যজ্ঞেশ্বরবাবু। হঠাৎই জঙ্গল থেকে বেরিয়ে এসে একটি দাঁতাল শুঁড় দিয়ে যজ্ঞেশ্বরবাবুর বুকে আঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় যজ্ঞেশ্বরবাবুকে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। মঙ্গলবার ভোররাতে তাঁর মৃত্যু হয়। বন দফতর সূত্রে খবর, দলমার দলছুট তিনটি হাতি রেসিডেন্সিয়াল হয়ে খড়্গপুর বন বিভাগ এলাকার জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। ওই হাতিগুলিরই একটির হামলায় মৃত্যু হয়েছে যজ্ঞেশ্বরবাবুর। খড়্গপুরের ডিএফও অঞ্জন গুহ বলেন, “মৃতের পরিবারকে সরকারি নিয়ম অনুযায়ী আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে।”

সাপের ছোবলে মৃত্যু

সাপের ছোবলে এক বধূর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শালবনি থানার দহতে। মৃতার নাম লিলি সাউ (২৬)। স্থানীয় সূত্রে খবর, সোমবার গভীর রাতে সর্পদষ্ট হন লিলিদেবী। পরিবারের লোকজন তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। মেডিক্যাল থেকে কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ওই বধূর মৃত্যু হয়।

তাপের থেকে বাঁচতে। আলিপুর চিড়িয়াখানায়। —নিজস্ব চিত্র।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy