Advertisement
০২ মে ২০২৪

টুকরো খবর

অগস্টের প্রথম থেকে আলিপুরদুয়ার শহরকে প্লাস্টিক ক্যারিব্যাগ মুক্ত করার সিদ্ধান্ত নিল পুরসভা। রবিবার বিকেলে আলিপুরদুয়ার পুরসভা ভবনে বিভিন্ন সংগঠনের সদস্যদের সঙ্গে আলোচনার পর ওই সিদ্ধান্ত হয়েছে। জুলাই মাসে শহরে চলবে প্লাস্টিক ক্যারিব্যাগের বিরুদ্ধে প্রচার ও সচেতনতামূলক নানা অনুষ্ঠান। ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে আলিপুরদুয়ার শহর প্লাস্টিক ক্যারিব্যাগ মুক্ত করতে নোটিস জারি হয়।

শেষ আপডেট: ১৪ জুলাই ২০১৪ ০২:০০
Share: Save:

অগস্ট থেকেই শহর প্লাস্টিকমুক্ত, সিদ্ধান্ত

নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার

অগস্টের প্রথম থেকে আলিপুরদুয়ার শহরকে প্লাস্টিক ক্যারিব্যাগ মুক্ত করার সিদ্ধান্ত নিল পুরসভা। রবিবার বিকেলে আলিপুরদুয়ার পুরসভা ভবনে বিভিন্ন সংগঠনের সদস্যদের সঙ্গে আলোচনার পর ওই সিদ্ধান্ত হয়েছে। জুলাই মাসে শহরে চলবে প্লাস্টিক ক্যারিব্যাগের বিরুদ্ধে প্রচার ও সচেতনতামূলক নানা অনুষ্ঠান। ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে আলিপুরদুয়ার শহর প্লাস্টিক ক্যারিব্যাগ মুক্ত করতে নোটিস জারি হয়। তাতে কোনও কাজ হয়নি বলে অভিযোগ। রমরমিয়ে নানা দোকান বাজারে চলছে ক্যারিব্যাগের ব্যবহার। এ দিনের বৈঠক নানা সংগঠন সদস্যদের নিয়ে প্লাস্টিক ক্যারিব্যাগ, থার্মকলের উপর নজরদারি রাখতে কমিটি গড়া হয়েছে। পুরসভার সিপিএম চেয়ারম্যান অনিন্দ্য ভৌমিক বলেন, ‘‘বৈঠকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ব্যবসায়ী সমিতি ও নাগরিক কমিটির সদস্যদের নিয়ে একটি কমিটি তৈরি হয়েছে।” তিনি জানান, ১ অগস্ট থেকে শহর প্লাস্টিক ক্যারিব্যাগ মুক্ত শহর ঘোষণা করা হয়েছে। ২ অগস্ট থেকে বিভিন্ন বাজারে অভিযান শুরু করব। প্রয়োজনে ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স বাতিল, জরিমানা করা হবে।

বৃক্ষরোপণ

নাবার্ডের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শনিবার আসানসোলের বরাকর ও আউশগ্রাম ২ ব্লকের কুলডিহায় বৃক্ষরোপণ হল। এই কাজ করলেন স্বনির্ভর গোষ্ঠীর আদিবাসী মহিলারা। নাবার্ড সূত্রে জানানো হয়েছে, বরাকরের জেমারি রেলগেটের কাছে প্রায় সাত হাজার ও কুলডিহায় দেড় হাজার গাছ পোঁতা হয়েছে। তার মধ্যে সোনাঝুরি-সহ বিভিন্ন ফলের গাছ রয়েছে। সেগুলির রক্ষণাবেক্ষণের পরে ফল ও কাঠ বিক্রি করে জীবিকা নির্বাহ করবেন ওই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।

সঙ্গে ভাসছে ছায়া। বনগাঁয় তোলা ছবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE