সর্পাঘাতে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বলরামপুর
সাপের ছোবলে মৃত্যু হল এক প্রৌঢ়ের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম কমলাকান্ত সিংহ সর্দার (৬৫)। বলরামপুর থানার দেউলি গ্রামের তাঁর বাড়ি। মঙ্গলবার দুপুরে তিনি ঘুমানোর সময় একটি সাপ তাঁর ডান হাতে ছোবল মারে।
দফতরে দাঁতাল
নাগরাকাটা ব্লক কৃষি দফতরের ভেতরে ঢুকে তাণ্ডব চালাল একটি দাঁতাল। গত মঙ্গলবার গভীর রাতে চাপড়ামারির জঙ্গল থেকে বেড়িয়ে জলঢাকা নদী টপকে একটি দাঁতাল কৃষি দফতরের দেওয়াল ভেঙে দফতরের ভিতরে ঢুকে পড়ে। ভিতরের গাছেরও ক্ষতি করে দাঁতালটি। ঘটনাস্থলে যান খুনিয়া রেঞ্জের বনকর্মীরা। বনকর্মীরাই অনেক চেষ্টায় দাঁতালটিকে ফের জঙ্গলমুখী করেন।