Advertisement
০৬ মে ২০২৪

দাঁতালের হানা, মৃত দুই বাঁকুড়ায়

দু’টি পৃথক জায়গায় হাতির হামলায় মৃত্যু হল দু’জনের। বড়জোড়া ও শালতোড়া রেঞ্জের ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতেরা হলেন শালতোড়ার হাতিমবাগ গ্রামের হরিপদ বাউরি (৫৫) ও বড়জোড়ার সাহারজোড়া গ্রামের মধুসূদন ধীবর (৪০)। বন দফতর সূত্রে খবর, হাতিমবাগের বাসিন্দা হরিপদবাবু বুধবার রাতে বাড়ি থেকে বেরিয়ে শৌচকর্ম করতে গিয়েছিলেন।

নিজস্ব সংবাদদাতা
বাঁকুড়া শেষ আপডেট: ১৭ জুলাই ২০১৫ ০১:০৩
Share: Save:

দু’টি পৃথক জায়গায় হাতির হামলায় মৃত্যু হল দু’জনের। বড়জোড়া ও শালতোড়া রেঞ্জের ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতেরা হলেন শালতোড়ার হাতিমবাগ গ্রামের হরিপদ বাউরি (৫৫) ও বড়জোড়ার সাহারজোড়া গ্রামের মধুসূদন ধীবর (৪০)। বন দফতর সূত্রে খবর, হাতিমবাগের বাসিন্দা হরিপদবাবু বুধবার রাতে বাড়ি থেকে বেরিয়ে শৌচকর্ম করতে গিয়েছিলেন। সেই সময় একটি রেসিডেন্সিয়াল হাতি তাঁকে আক্রমন করে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বনকর্তাদের অনুমান, মেজিয়ার জঙ্গল থেকে দু’টি রেসিডেন্সিয়াল হাতি শালতোড়ার জঙ্গলে এসেছে। সেই হাতিরগুলির হামলার শিকার হয়েছেন হরিপদবাবু। অন্যদিকে সাহারজোড়ার জঙ্গলে বৃহস্পতিবার সকালে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় মধুসূদনবাবুর দেহ। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে তিনি শৌচকর্মের জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন। পরে কোনও কারনে তিনি জঙ্গলের ভিতরে ঢুকে হাতির হামলার মুখে পড়েন। বড়জোড়া রেঞ্জ দফতর সূত্রে জানা গিয়েছে, এই মুহুর্তে প্রায় ১৭টি হাতির একটি দল বড়জোড়া সাহারজোড়া জঙ্গলে অবস্থান করছে। ওই দলের হাতিদের হামলাতেই মধুসূদনবাবুর মৃত্যু হয়েছে বলে রেঞ্জ দফতর সূত্রে জানা যাচ্ছে। উল্লেখ্য, চলতি বছরে এ নিয়ে জেলা জুড়ে তিন মহিলা-সহ জেলায় ১৬ জনের মৃত্যু হল হাতির হামলায়। যার মধ্যে কেবলমাত্র বড়জোড়া রেঞ্জ এলাকাতেই পাঁচজনের মৃত্যু হয়েছে। সোনামুখী রেঞ্জে চারজন, ওন্দা রেঞ্জ এলাকায় দুই এবং গঙ্গাজলঘাটি, বাঁকাদহ, শালতোড়া, সারেঙ্গা, বেলিয়াতোড় রেঞ্জে একজন করে প্রাণ হারিয়েছেন। বাঁকুড়া উত্তর বনবিভাগের ডিএফও সুধীরচন্দ্র দাস মৃতদের পরিবারকে আইনানুগ ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE