Advertisement
২৬ এপ্রিল ২০২৪

প্লাস্টিক নয়, অভিযান শুরু হল এনজেপিতে

প্লাস্টিকের ক্যারিব্যাগ বন্ধ করতে এ বার অভিযান হল নিউ জলপাইগুড়ি স্টেশন বাজারে। চুপিসাড়ে সেখানে কিছু ব্যবসায়ী নিষিদ্ধ প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার করছে বলে খবর পান পুরকর্মীরা।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ২৬ জুন ২০১৪ ০০:৫৫
Share: Save:

প্লাস্টিকের ক্যারিব্যাগ বন্ধ করতে এ বার অভিযান হল নিউ জলপাইগুড়ি স্টেশন বাজারে। চুপিসাড়ে সেখানে কিছু ব্যবসায়ী নিষিদ্ধ প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার করছে বলে খবর পান পুরকর্মীরা। এর পরেই বুধবার ওই বাজারে অভিযান চালানো হয়। তাতে বেশ কয়েকটি গালামালের দোকান এবং মাছ বাজারের দোকান থেকে প্লাস্টিকের ক্যারিব্যাগ বাজেয়াপ্ত করেন পুরসভার কর্মীরা। নিষিদ্ধ প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার করার অভিযোগে ব্যবসায়ীদের ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে। দোকান থেকে ক্যারিব্যাগ বাজেয়াপ্ত করা হয়।

পুর কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া বলেন, “নিষিদ্ধ প্লাস্টিকের ক্যারিব্যাগ কোনও ভাবেই ব্যবহার মেনে নেওয়া হবে না। ব্যবসায়ী বাসিন্দারা কেউ তা না মানলে জরিমানা দিতে হবে। প্রয়োজনে আরও কড়া পদক্ষেপ করা হবে।”

এ দিন নিউ জলপাইগুড়ি স্টেশন বাজারে সুকুমার দাস, কার্তিক পাল, রাজ ঠাকুরের মতো ব্যবসায়ীদের জরিমানা করা হয় দোকানে প্লাস্টিকের ক্যারিব্যাগ রাখার জন্য। ওই সমস্ত ক্যারিব্যাগে তাঁরা বিক্রেতাদের জিনিস দেন বলে অভিযোগ। সুকুমারবাবুর মাংসের দোকান। তাঁর সাফাই খদ্দের তার দোকানে প্লাস্টিক্যের ক্যারিব্যাগ রেখে গিয়েছে। তবে পুরকর্মীরা তাঁর ওই আর্জি শুনতে নারাজ। এস কে ভট্টাচার্য নামে এক দোকানদার জানান, অনেক দিন ধরেই দোকানে কিছু ক্যারিব্যাগ পড়েছিল। পুরকর্মীরা তা দেখে সেগুলি বাজেয়াপ্ত করেছেন। ওই ব্যবসায়ীর অজুহাতও শোনা হয়নি। জরিমানা দিতে হয়েছে তাঁকেও। বাজার লাগোয়া মিষ্টির দোকান সেখানেও প্লাস্টিকের ক্যারিব্যাগ দেখে জরিমানা করা হয়।

ক্যারিব্যাগ ব্যবহারের অভিযোগে জরিমানা করা হয় শিবু দাস, শিবু গঙ্গোপাধ্যায়দের মতো ক্রেতাদেরও। শিবু গঙ্গোপাধ্যায় প্লাস্টিকের ক্যারিব্যাগে মাছ নিয়ে যাচ্ছিলেন। অভিযানের সময় তা দেখে পুর কর্মীরা তাকে ৫০ টাকা জরিমানা করেন। শিবু দাসকেও একই কারণে জরিমানা করা হয়।

চুপিসাড়ে প্লাস্টিকের ক্যারিব্যাগের ব্যবহার রুখতে অভিযানের সময় ব্যবসায়ীদের একাংশের বাধার মুখেও পড়তে হচ্ছে। সে কথা মাথায় রেখে এ দিন পুলিশকে অভিযানের সময় থাকতে বলা হয়। তবে পুলিশ পৌঁছতে দেরি হওয়ায় অভিযান শুরু করতেও দেরি হয়েছে। নিউ জলপাইগুড়ি স্টেশনের সামনে থাকা হোটেলগুলিতে অভিযান চালোনার কথা ছিল। পুলিশ সময় মতো না আসায় সেখানে অভিযান চালানো যায়নি। পরে নিউ জলপাইগুড়ি স্টেশন বাজারে অভিযান হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

no plastic call siliguri
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE