বাঁকুড়া গিয়েও ফের ফেরত এল দাঁতাল। শনিবার রাতে বাঁকুড়ার শালতোড়া থানার তিলুড়ি বিট থেকে পুরুলিয়ার সাঁতুড়িতে ঢুকেছিল একটি হাতি। অভিযানে নেমে বন দফতর দাঁতালটিকে রবিবার গভীর রাতে ফেরত পাঠিয়েছিল বাঁকুড়ায়। কিন্তু সোমবার ফের সাঁতুড়িতে ঢুকে পড়ে দাঁতালটি ঘাঁটি গেড়েছে লেদিয়াম গ্রামের অদূরে টিলায়। আগে লেদিয়ামে দু’টি কাঁচা বাড়ি ও একটি দোকান ভেঙেছিল সে। রবিবার রাতের দিকে বাঁকুড়া যাওয়ার পথে ফের ওই গ্রামেই একটি কাঁচা বাড়ি ও একটি দোকান ভেঙে চাল, ডাল, ধান, আলু খেয়েছে। রঘুনাথপুরের রেঞ্জ অফিসার সোমনাথ চৌধুরী বলেন, ‘‘বনকর্মীরা হাতি তাড়ানোর কাজ শুরু করেছেন।”