হাতির হানায় ফের এক গ্রামবাসীর মৃত্যু হল বাঁকুড়ায়। মঙ্গলবার দুপুরে বেলিয়াতোড় রেঞ্জের বৃন্দাবনপুর বিটের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃত বিশ্বনাথ রায় (৪৫) ওই বিটের শাউলিয়া গ্রামের বাসিন্দা। এ দিন ওই গ্রাম সংলগ্ন জঙ্গলে হাতি খেদানোর কাজ চলছিল। গ্রামবাসীদের দাবি, বিশ্বনাথবাবু বন দফতরের হাতি খেদানো দলের সঙ্গে কাজ করছিলেন। বেশ কিছু গ্রামবাসী হাতি খেদানোর ওই দলের সঙ্গে রয়েছেন। হঠাৎই একটি হাতি বিশ্বনাথবাবুকে আক্রমণ করে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গ্রামবাসীরা মৃতের পরিবারকে সরকারি ক্ষতিপূরণ ছাড়াও বাড়তি টাকা দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখান। বেলিয়াতোড় রেঞ্জের আধিকারিক রঞ্জিত সিংহ মহাপাত্র বলেন, “বিশ্বনাথবাবু আমাদের হাতি তাড়ানোর দলের সঙ্গে ছিলেন কিনা, তা আমার জানা নেই। বৃন্দাবনপুর বিটে কিছু হাতি রয়েছে। সেগুলিকে আজ খেদানোর পরিকল্পনা ছিল। ঘটনা সম্পর্কে বিশদে খোঁজ নিচ্ছি।’’