ছোটবেলায় যে সব রাত্তিরগুলোয় পড়ে ফিরতে রাত হত, খেতে ইচ্ছে করত না একটুও। সামান্য দুধ-বিস্কিট খেয়েই ঘুমিয়ে পড়তাম। আর রয়ে যেত আমার জন্য বরাদ্দ করে রাখা রাতের খাবার। শাস্তি ছিল যে পরের দিন স্কুলে খেয়ে যেতে হবে আগের দিনের খাবারই। কিন্তু শাস্তি যা-ই হোক না কেন, আমার ‘মাস্টারশেফ’ মা বরাবর আমাকে উদ্ধার করতেন পুরনো খাবার দিয়েই নতুন কিছু মুখরোচক রান্না করে দিয়ে। এমনই একটা খাবার হল ভাজা ভাত। খেতে হত মিষ্টি মিষ্টি, পোলাওয়ের মতো। কিন্তু থাকত সব সবজিই। মা বাসি ভাত দিয়েও অবলীলায় করে দিতে পারতেন অসামান্য কিছু পদ। পোলাও, ভাতের পকোড়া, দই ভাত, স্টাফ্ড ক্যাপসিকাম— আরও কত কি! আজকে শুধু ভাজা ভাতটুকুই থাক। আবার কখনও দেওয়া যাবে বাকি পদগুলো!
উপকরণ:
সাদা ভাত— ২ কাপ