ছোট ছেলেকে সাধারণত কাছ-ছাড়া করতে চান না কিঙ্গ খান। পার্টি হোক বা লং ড্রাইভ, শপিং থেকে ডিনার— সব জায়গাতেই তিন বছরের খুদে আব্রাম তাঁর ছায়াসঙ্গী।
আন্তর্জাতিক নারী দিবসেও আব্রামকে জীবনের বার্তা দিলেন বলিউডর বাদশা। বুধবার অন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নিজের টুইটার অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন শাহরুখ। সেখানে দেখা যাচ্ছে, একটি বাচ্চা মেয়ের হাত ধরে সামনের দিকে হেঁটে চলেছে আব্রাম। ছবিটি পোস্ট করে শাহরুখ লিখেছেন, ‘‘ওর হাত ধরে থাকো, ও তোমাকে এগিয়ে নিয়ে যাবে। হ্যাপি ওমেন’স ডে।’’