Advertisement
২৫ এপ্রিল ২০২৪

হকিতে রানির হ্যাটট্রিক

এশিয়ান গেমস হকিতে ফের দুরন্ত জয় ভারতের মেয়েদের। সোমবার তাঁরা সহজেই হারাল তাইল্যান্ডকে। ভারতের ক্যাপ্টেন রানি রামপালের হ্যাটট্রিকের সৌজন্যে ভারত জিতল ৫-০। 

জয়ের পর। ছবি: পিটিআই।

জয়ের পর। ছবি: পিটিআই।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৮ ০৪:১৭
Share: Save:

এশিয়ান গেমস হকিতে ফের দুরন্ত জয় ভারতের মেয়েদের। সোমবার তাঁরা সহজেই হারাল তাইল্যান্ডকে। ভারতের ক্যাপ্টেন রানি রামপালের হ্যাটট্রিকের সৌজন্যে ভারত জিতল ৫-০।

সোমবার ম্যাচের প্রথম দু’কোয়ার্টারে কোনও গোল হয়নি। এর পরেই ভারতের মেয়েরা টানা আক্রমণে উঠে আশে। যার সুবাদে পাঁচটি গোল হয়। এর মধ্যে রানি (৩৭, ৪৬ এবং ৫৬ মিনিট) ছাড়াও গোল করেন মণিকা (৫২) এবং নভজ্যোৎ কৌর (৫৫ মিনিট)। এই জয়ের সুবাদে টানা চারটি ম্যাচ জিতল ভারতের মেয়েরা। অপরাজিত ভাবে শেষ করায় গ্রুপ শীর্ষে এখন রানিরা। তাঁদের সংগ্রহ চার ম্যাচে ১২ পয়েন্ট। গত বারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া আছে দ্বিতীয় স্থানে।

ম্যাচের প্রথম কোয়ার্টারে তাইল্যান্ডই বলের দখল রাখছিল বেশি। তবে প্রথম গোলের সুযোগ তৈরি করে ভারতই। রানির শট গোলপোস্ট ঘেঁষে বাইরে বেরিয়ে যায়। তার পরেই ম্যাচের প্রথম পেনাল্টি কর্নায় পায় ভারত। তাতে অবশ্য গোল আসেনি। এক তাই ডিফেন্ডার বাঁচিয়ে দেন। এই কোয়ার্টারে বাকি সময়ে দেখা যায় দু’দলই বল দখলের মরিয়া লড়াই করছে। ভারতীয় খেলোয়াড়রা কয়েকটা সুযোগও তৈরি করেছিল কিন্তু তা লক্ষ্যভ্রষ্ট হয়। তা ছাড়া দুরন্ত ছিলেন তাই গোলকিপার অ্যালিসাও। না হলে আরও বেশি গোলে জিততে পারত ভারতীয় দল। প্রতিযোগিতার সেমিফাইনালে আগেই উঠে গিয়েছিল ভারতের মেয়েরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Asian Games 2018 Hockey India
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE