Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Cricket

‘পাকিস্তানের বিরুদ্ধে করো, আমাদের সঙ্গে নয়’, ভারতীয় ওপেনারকে ব্রেট লি-র বার্তা

২০১৩ সালে বেঙ্গালুরুতে অজিদের বিরুদ্ধেই প্রথম ডাবলসটা করেছিলেন রোহিত।

প্রথম দর্শনেই লি বুঝতে পেরেছিলেন বহু দূর যাবেন রোহিত। ছবি— এএফপি।

প্রথম দর্শনেই লি বুঝতে পেরেছিলেন বহু দূর যাবেন রোহিত। ছবি— এএফপি।

সংবাদ সংস্থা
মেলবোর্ন শেষ আপডেট: ২৬ মে ২০২০ ১৫:১২
Share: Save:

ব্যাট হাতে সোনা ফলান ভারতের ওপেনার রোহিত শর্মা। ডাবল সেঞ্চুরি করতে দক্ষ তিনি। ‘হিটম্যান’-কে উদ্দেশ করে বিশেষ বার্তা দিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা পেসার ব্রেট লি।

রোহিতকে একের পর এক ডাবল সেঞ্চুরি করতে দেখে ব্রেট লি বলছেন, ‘‘আশা করি রোহিত আরও অনেকগুলো ডাবল সেঞ্চুরি করবে। দয়া করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আর দ্বিশত রান করো না। অন্য কোনও দেশের বিরুদ্ধে করো। পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি করতে পারো কিন্তু আমাদের বিরুদ্ধে আর করো না।’’

ঘটনাক্রমে ২০১৩ সালে বেঙ্গালুরুতে অজিদের বিরুদ্ধেই প্রথম ডাবলসটা করেছিলেন মুম্বইকর। তার পরে ইডেন গার্ডেন্সে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৬৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন।

আরও পড়ুন: গোলাপি বলে কোহালিদের পরীক্ষা নিতে তৈরি স্টার্ক

মোহালিতে ২০১৭ সালে ফের দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে রোহিত ডাবলস করেন। ব্রেট লি বলেন, ‘‘অস্ট্রেলিয়ায় রোহিতকে প্রথম বার ব্যাট করতে দেখে অবাকই হয়ে গিয়েছিলাম। ব্যাটে-বলে ঠিকঠাক হলে যে শব্দটা হয়, সেই শব্দটাই রোহিতের ব্যাট থেকে পাচ্ছিলাম। ওই শব্দটা শুনেই আমার মনে হয়েছিল রোহিত অনেকদূর যাবে।’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE