Advertisement
০৩ মে ২০২৪
Chris Gayle

আরও দুটো বিশ্বকাপ খেলবেন, এখনই অবসরের পরিকল্পনা নেই গেলের

যে বয়সে ক্রিকেটাররা ধারাভাষ্য বা কোচিং জীবন বেছে নেন, গেল তখন আরও বেশ কিছু বছর মাঠে নামার কথা ভাবেন।

খোশমেজাজে গেল। ছবি: সোশ্যাল মিডিয়া

খোশমেজাজে গেল। ছবি: সোশ্যাল মিডিয়া

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২১ ১৯:০৫
Share: Save:

বয়স ৪১। তবে এখনই অবসর নিতে নারাজ ক্রিস গেল। তিনি বলছেন, “আরও দুটো বিশ্বকাপ খেলব।” এই জন্যই বোধ হয় তিনি ইউনিভার্সাল বস। যে বয়সে ক্রিকেটাররা ধারাভাষ্য বা কোচিং জীবন বেছে নেন, গেল তখন আরও বেশ কিছু বছর মাঠে নামার কথা ভাবেন।

আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে ৭ ম্যাচে ২৮৮ রান করেছেন তিনি। ৩টি হাফ সেঞ্চুরি করে বুঝিয়ে দিয়েছেন আজও বিপক্ষের বোলারদের ত্রাস হয়ে ওঠার ক্ষমতা রাখেন তিনি। সেই গেল এক সংবাদ সংস্থাকে বলেন, “এখনই অবসরের কোনও পরিকল্পনা নেই। আমি বিশ্বাস করি আরও ৫ বছর আছে আমার কাছে। তাই ৪৫-এর আগে অবসরের কোনও সুযোগ নেই। আরও দুটো বিশ্বকাপ খেলা বাকি।”

যুবরাজ সিংহ, রশিদ খান, কেভিন পিটারসেন, আন্দ্রে রাসেল এবং অইন মর্গানের সঙ্গে গেল দুবাইতে ব্যস্ত আল্টিমেট ক্রিকেট চ্যালেঞ্জে খেলতে। সেখানেই গেলকে বয়স শুধুই সংখ্যা কি না জিজ্ঞেস করায় তিনি বলেন, “হ্যাঁ, একদম।”

আরও পড়ুন: সচিন, রায়না থেকে অশ্বিন, শ্রেয়স বর্ষবরণে মাতলেন ক্রিকেটাররা

আরও পড়ুন: দলে এসেই পূজারাকে সরিয়ে সহ-অধিনায়ক রোহিত শর্মা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Chris Gayle cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE