Advertisement
২৬ এপ্রিল ২০২৪

নির্বোধেরা বেশি কথা বলে, তোপ রোনাল্ডোর

শনিবার আবার রোনাল্ডোকে তাঁর সেই প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন করা হয়। ইটালির লিগ সেরি আ-য় ভেরোনাকে ২-১ গোলে জুভেন্তাস হারিয়ে ওঠার পরে।

আলো: শনিবার জয়ের গোল করে ফের নায়ক রোনাল্ডো।—ছবি এএফপি।

আলো: শনিবার জয়ের গোল করে ফের নায়ক রোনাল্ডো।—ছবি এএফপি।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৯ ০৪:০৮
Share: Save:

এ বারের চ্যাম্পিয়ন্স লিগেও আতলেতিকো দে মাদ্রিদের উচ্ছৃঙ্খল ভক্তেরা বিরক্ত করেছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। যত বার তিনি বল ধরেছেন তত বার বিদ্রুপ করা হয়েছে পর্তুগিজ তারকাকে। এক বার তাঁর শট পোস্টের বাইরে দিয়ে চলে গেলে রোনাল্ডো হাত তুলে দর্শকদের দিকে ইঙ্গিতে কিছু বলেন। একই ঘটনা ঘটে গত বার চ্যাম্পিয়ন্স লিগে। সে বারও তাঁকে বিদ্রুপ করছিল স্পেনের ক্লাবের দর্শকেরা। সে বার অবশ্য ফিরতি ম্যাচে হ্যাটট্রিক করে জবাব দেন রোনাল্ডো। আর হাত তুলে ইঙ্গিতে কী বলতে চেয়েছেন জানতে চাওয়া হলে তাঁর জবাবটা ছিল, ‘‘শিখুন, আপনাদের শিখতে হবে।’’

শনিবার আবার রোনাল্ডোকে তাঁর সেই প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন করা হয়। ইটালির লিগ সেরি আ-য় ভেরোনাকে ২-১ গোলে জুভেন্তাস হারিয়ে ওঠার পরে। শনিবার এই ম্যাচে রোনাল্ডোর পেনাল্টিতে করা গোল থেকেই জেতে তাঁর ক্লাব। ম্যাচের পরে পাঁচ বারের ব্যালন ডি’ওর জয়ী ফুটবলার যা বলেন তাতে পরিষ্কার হয়ে যায় তিনি ইঙ্গিতে কী বোঝাতে চেয়েছেন। রোনাল্ডোর কথায়, ‘‘কিছু লোক আসলে বেশি কথা বলতে ভালবাসে। এটাই আমি বোঝাতে চেয়েছি। কিছু লোক হচ্ছে নির্বোধ, তাই ওরা বেশিই কথা বলে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Football Serie A Juventus Cristiano Ronaldo
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE