Advertisement
১৯ মে ২০২৪
Sport News

অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ, আইসিসি-র নজরে অম্বাতি

শনিবার সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে মাত্র ২ ওভার হাত ঘুরিয়েছিলেন রায়ুডু।

আগামী ১৪ দিনের মধ্যে নিজের বোলিং অ্যাকশন পরীক্ষা করাতে হবে রায়ুডুকে।  ছবি: সংগৃহীত।

আগামী ১৪ দিনের মধ্যে নিজের বোলিং অ্যাকশন পরীক্ষা করাতে হবে রায়ুডুকে। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
সিডনি শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০১৯ ১৬:৪৩
Share: Save:

নিয়মিত বোলার নন। পার্ট-টাইম অফস্পিনার হিসাবে মাঝেমধ্যে বল করার সুযোগ মেলে। তবে এরই মধ্যেই সন্দেহভাজন বোলিং অ্যাকশনের অভিযোগে আইসিসি-র নজরে অম্বাতি রায়ুডু

শনিবার সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে মাত্র ২ ওভার হাত ঘুরিয়েছিলেন রায়ুডু। ওই ম্যাচে তাঁর বোলিং অ্যাকশনের নিয়ে অভিযোগ উঠেছে। রবিবার একটি বিবৃতিতে তা জানিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

৩৩ বছরের রায়ুডুর বোলিং অ্যাকশন নিয়ে ইতিমধ্যেই ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে রিপোর্ট জমা করেছেন সিডনি ম্যাচের আম্পায়ারেরা। তাতেই তাঁর বোলিং অ্যাকশনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

(আজকের তারিখে গুরুত্বপূর্ণ কী কী ঘটেছিল অতীতে, তারই কয়েক ঝলক দেখতে ক্লিক করুন— ফিরে দেখা এই দিন।)

আরও পড়ুন: ভারতীয় দলে নতুন মুখ শুভমন গিল, এলেন বিজয় শঙ্করও

আরও পড়ুন: ‘বিশ্বকাপে সুযোগ পাওয়া নিয়ে ভাবলে খোলা মনে খেলতে পারব না’

আরও পড়ুন: ধোনির বিতর্কিত আউটটাই ভারতের জয়ের আশা কমিয়ে দিল, দাবি ক্ষুব্ধ ফ্যানেদের​

সিডনি ম্যাচে নিজের বোলিং অ্য়াকশন নিয়ে বেকায়দায় রায়ুডু। ছবি: সংগৃহীত।

এ দিনের বিবৃতিতে আইসিসি জানিয়েছে, আগামী ১৪ দিনের মধ্যে নিজের বোলিং অ্যাকশন পরীক্ষা করাতে হবে রায়ুডুকে। যদিও সেই পরীক্ষার রিপোর্ট প্রকাশিত না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক ম্যাচে বল করতে কোনও বাধা নেই তাঁর। ফলে ১৫ জানুয়ারি অ্যাডিলেডে সিরিজের পরের ম্যাচে হাত ঘোরাতে দেখা যেতেই পারে রায়ুডুকে।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি।ক্রিকেট খেলারসব আপডেট আমাদেরখেলাবিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE