Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Cricket

কামিন্সের বলে আঘাত পেয়ে কনকাশন পন্থের, কিপিং করছেন রাহুল

ব্যাট করার সময়ে প্যাট কামিন্সের ধেয়ে আসা শর্ট বল চালাতে গিয়েছিলেন ভারতের তরুণ উইকেট কিপার ব্যাটসম্যান। ব্যাটে বলে ঠিকঠাক হয়নি।পন্থের ব্যাটে বল লেগে তা আছড়ে পড়ে পন্থের হেলমেটে।

মুম্বইয়ে ব্যাট হাতে ব্যর্থ পন্থ। ছবি— এএফপি।

মুম্বইয়ে ব্যাট হাতে ব্যর্থ পন্থ। ছবি— এএফপি।

সংবাদ  সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২০ ১৮:৫৩
Share: Save:

ঋষভ পন্থের জায়গায় কিপিং করছেন লোকেশ রাহুল। ব্যাট করার সময়ে হেলমেটে বল লাগে পন্থের। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে টুইট করে জানানো হয়, হেলমেটে বল লাগায় কনকাশন হয়েছে পন্থের। সেই কারণে ভারতের উইকেটের পিছনে দাঁড়িয়েছেন রাহুল। পন্থের শারীরিক অবস্থার দিকে নজর রাখা হচ্ছে।

ব্যাট করার সময়ে প্যাট কামিন্সের ধেয়ে আসা শর্ট বল চালাতে গিয়েছিলেন ভারতের তরুণ উইকেট কিপার ব্যাটসম্যান। ব্যাটে বলে ঠিকঠাক হয়নি।

কামিন্সের দ্রুতগতির ডেলিভারি পন্থের ব্যাটে লেগে আছড়ে পড়ে তাঁর হেলমেটে। শূন্যে ওড়া সেই বল তালুবন্দি করেন টার্নার। ২৮ রানে ফিরে যান পন্থ। এ দিনও রান করার সুযোগ পেয়েছিলেন তিনি। তিনি যখন ব্যাট করতে নেমেছিলেন, তখন রানের দরকার ছিল দলের।

সেই সঙ্গে দরকার ছিল উইকেট ধরে রাখার। পন্থ পরিস্থিতির সদ্ব্যবহার করতে পারলেন না। কামিন্সের ডেলিভারিতে মাথায় আঘাত পাওয়ায় কিপিং করতে পারছেন না তিনি। উইকেটের পিছনে দাঁড়িয়েছেন রাহুল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE