Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Sachin Tendulkar

একটাও কভার ড্রাইভ না মেরে সচিনের অপরাজিত ২৪১, আজও মুগ্ধ স্টিভ ওয়

৪৩৬ বলে ২৪১ রানের অপরাজিত থাকা ইনিংসে একটাও কভার শট মারেননি তিনি।

সিডনির মাঠে সচিনরাজ। ছবি: এএফপি

সিডনির মাঠে সচিনরাজ। ছবি: এএফপি

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২১ ২৩:৩১
Share: Save:

ভারত বনাম অস্ট্রেলিয়া মানেই ইতিহাসের মুহূর্ত। ২০০৩-০৪ সালে ভারতের অস্ট্রেলিয়া সফর আজও তৎকালীন অজি অধিনায়ক স্টিভ ওয়-র স্মৃতিতে তাজা। সিডনিতে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের ২৪১ রানে অপরাজিত থাকার ইনিংস সেদিন মাঠে দাঁড়িয়ে দেখেছিলেন ওয়। মুগ্ধ হয়েছিলেন বার বার।

কভার শটে বার বার আউট হয়ে যাচ্ছিলেন সচিন। অস্ট্রেলিয়াও ভেবে নিয়েছিল পেয়ে গিয়েছে সচিনকে ফেরানোর রেসিপি। কিন্তু সিডনিতে সেই প্রিয় কভার ড্রাইভ মারবেন না বলে ভেবে নিয়েছিলেন সচিন। যেমন ভাবা তেমনই কাজ। ৪৩৬ বলে ২৪১ রানের অপরাজিত থাকা ইনিংসে একটাও কভার শট মারেননি তিনি। ওয় বলেন, “ওকে দেখেছিলাম ১৭ বছর বয়সে পারথে সেঞ্চুরি করতে। বুঝেছিলাম ছেলেটা অন্যদের থেকে আলাদা।” সিডনির সেই ইনিংস নিয়ে ওয় বলেন, “ভেবেছিলাম ওকে আউট করার উপায় পেয়ে গিয়েছি। স্ট্র্যাটেজি অনুযায়ী কয়েক বার আউট করতে পেরে ভেবেই নিয়েছিলাম সিডনিতেও একই উপায় পাওয়া যাবে ওর উইকেট। কিন্তু ও একবারও কভারে খেলল না। ২৪১ রানে অপরাজিত থেকে গেল ও। এটাই বুঝিয়ে দেয় বিপক্ষের প্ল্যান ভেস্তে দেওয়ার ক্ষমতা রাখত ও।”

প্রথম ইনিংসে ২৪১ রানে অপরাজিত থাকার পর দ্বিতীয় ইনিংসেও সিডনির মাঠে ৬০ রানে অপরাজিত ছিলেন তিনি। ৪ বছর পর সেই সিডনিতে ফের খেলতে নেমে ১৫৪ রানে অপরাজিত থাকেন তিনি। সিডনির মাঠে টানা ৩টি ইনিংস অপরাজিত ছিলেন সচিন।

আরও পড়ুন: গ্লেন ম্যাকগ্রার ফাউন্ডেশনের পাশে দাঁড়ালেন সচিন তেন্ডুলকর

আরও পড়ুন: পুল, হুকে রোহিতই সেরা, মেনে নিচ্ছেন বিরাটের কোচও

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE