Advertisement
২৭ এপ্রিল ২০২৪

টুইটারেই সরব কেন হতে হবে, সওয়াল সানিয়ার

আমি যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে,  তা বোঝানোর জন্য সোশ্যাল মিডিয়ায় গিয়ে গলা ফাটানোর কোনও প্রয়োজন আমার নেই।

প্রতিবাদ: মুখ খুললেন সানিয়া।

প্রতিবাদ: মুখ খুললেন সানিয়া।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ০৪:৩৭
Share: Save:

সোশ্যাল মিডিয়ায় সরব না হলে কি তারকাদের দেশপ্রেম প্রমাণ করা যায় না? এই প্রশ্ন তুলে রবিবার টুইট করলেন সানিয়া মির্জ়া। যে টুইটে ভারতীয় টেনিস তারকা লিখেছেন, ‘‘এই পোস্টটা আমি তাঁদের জন্য করছি, যাঁরা মনে করেন, তারকাদের উচিত টুইট, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ঘটনার সমালোচনা করে নিজেদের দেশপ্রেম প্রমাণ করা। কেন? আমরা তারকা বলে? আমি যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে, তা বোঝানোর জন্য সোশ্যাল মিডিয়ায় গিয়ে গলা ফাটানোর কোনও প্রয়োজন আমার নেই। অবশ্যই আমরা সন্ত্রাসবাদ এবং সেই সন্ত্রাসবাদ যারা ছড়ায়, তাদের বিরুদ্ধে। যে কোন সুস্থ মস্তিষ্কের লোকই এই কথা বলবে।’’

এখানেই থেমে থাকেননি সানিয়া। এই টেনিস তারকা তাঁর দীর্ঘ পোস্টে আরও লিখেছেন, ‘‘আমি দেশের হয়ে খেলি, দেশের হয়ে ঘাম ঝরাই। এই ভাবেই দেশের সেবা করি। সিআরপিএফ জওয়ান এবং তাঁদের পরিবারের পাশে আছি আমি। জানি, ওঁরাই হলেন আসল নায়ক, যাঁরা দেশকে রক্ষা করেন। ভারতের জন্য ১৪ ফেব্রুয়ারি একটি কালো দিন হয়ে থাকবে। এ রকম দিন যেন আর না আসে। এই দিনটা ভোলা সম্ভব নয়, ভুলতে দেওয়া যাবে না। কিন্তু আমি শান্তির জন্যই প্রার্থনা করব এবং আশা করব, আরও ঘৃণা না ছড়িয়ে আপনারাও তাই করবেন।’’ এর পরে সানিয়া আবেদন করেছেন, ‘‘দেশকে সেবা করার রাস্তা খুঁজে বার করুন, নিজের কাজটা ঠিক মতো করুন। আমরাও সেটা করছি। সোশ্যাল মিডিয়ায় কিছু ঘোষণা না করেই করছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tennis Sania Mirza Pulwama Terror Attack Twitter
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE