Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Germany

৮৯ বছরে সবচেয়ে খারাপ হার, স্পেনীয় আর্মাডায় বিধ্বস্ত জার্মান প্রাচীর

মঙ্গলবার গোলবর্ষণের শুরুটা করেছিলেন অ্যালভারো মোরাতা।

৬ গোলে হার জার্মানির, উচ্ছ্বাস স্পেনের। ছবি: রয়টার্স

৬ গোলে হার জার্মানির, উচ্ছ্বাস স্পেনের। ছবি: রয়টার্স

সংবাদ সংস্থা
মাদ্রিদ শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২০ ১৬:১২
Share: Save:

জার্মান অহঙ্কার ভেঙে খান খান করে দিল স্পেন। তোরেস-মারাতেদর কাছে ৬-০ গোলে হারতে হল জোয়াকিম লো-র দলকে। ম্যানুয়েল নয়্যারের মতো গোলরক্ষককে হজম করতে হল ৬টা গোল। ৮৯ বছর পর এমন লজ্জার হার জার্মানির ফুটবল ইতিহাসে এই প্রথম।

মঙ্গলবার গোলবর্ষণের শুরুটা করেছিলেন অ্যালভারো মোরাতা। ১৭ মিনিটের মাথায় তাঁর গোলে এগিয়ে যায় স্পেন। ম্যাচে হ্যাট্রিক করেন ফেরান তোরেস। বাকি দু’টি গোল করেন রদ্রি হার্নান্দাজ এবং মাইকেল ওয়ারজাবাল। সারা ম্যাচে মাত্র দুটো গোলমুখী শট নেয় জার্মানি। বল দখলের লড়াইয়েও বেশ পিছিয়ে ছিল তারা।

ম্যাচ শেষে জার্মান কোচ জোয়াকিম লো বলেন, “আমি সত্যি জানি না দলের কী হয়েছে। এটা আমাদের জন্য একটা অন্ধকার দিন। একটা লড়াইয়েও আমরা জিততে পারিনি স্পেনের বিরুদ্ধে। ওরা আমাদের থেকে অনেক ভাল খেলেছে।” জার্মানির মাঝমাঠের প্রাণভ্রমরা টনি ক্রুজ বলেন, “প্রতিটা মুহূর্তে ওরা আমাদের থেকে এগিয়ে ছিল। সেটা বল নিয়ে হোক বা বল ছাড়া।”

আরও পড়ুন: ‘রোনাল্ডো, নেমাররাও চলে গিয়েছে মেসি চলে গেলেও কিছু বদলাবে না’, মন্তব্য লা লিগার প্রেসিডেন্টের

আরও পড়ুন: সেটপিস, ছক ঠিক করাতেই মন হাবাসের​

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Germany Spain Football Nations League
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE