Advertisement
২৫ এপ্রিল ২০২৪

বিরাটকে চাপে ফেলার অঙ্কে ব্যস্ত বেলিসেরা

বেলিসের ধারণা, দলের অন্য ব্যাটসম্যানরা ভাল খেলতে না পারলে স্বাভাবিক ভাবেই অধিনায়কের ওপর একটা চাপ এসে পড়ে। ‘‘ব্যাপারটা সবার ক্ষেত্রেই সমান। এই তো আমাদের দলটাকেই দেখুন।

বিরাট কোহালিকেও চাপে ফেলা যায়। মত বেলিসের। ছবি: এএফপি।

বিরাট কোহালিকেও চাপে ফেলা যায়। মত বেলিসের। ছবি: এএফপি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৮ ০৫:১২
Share: Save:

টেস্ট সিরিজে ১-০ এগিয়ে যাওয়ার পরে এ বার ভারত অধিনায়ককে মানসিক ভাবে চাপে ফেলার খেলা শুরু করে দিল ইংল্যান্ড। জো রুটদের কোচ ট্রেভর বেলিস পরিষ্কার জানিয়ে দিলেন, বিরাট কোহালি যত ভাল ব্যাটসম্যানই হোক না কেন, তাঁকেও চাপে ফেলা যায়।

সোমবার বার্মিংহামে সাংবাদিকদের বেলিস বলেন, ‘‘বিরাট কোহালি যদি বিশ্বের সেরা ব্যাটসম্যান নাও হয়, তা হলেও খুব কাছাকাছি থাকবে। এজবাস্টন টেস্টের প্রথম আর দ্বিতীয় ইনিংসে যে খেলাটা খেলল কোহালি, তা সত্যিই অসাধারণ। আমরা যদি ভারতের বাকি ব্যাটসম্যানদের ওপর চাপ সৃষ্টি করতে পারি, তা হলে কোহালির ওপরও চাপ তৈরি করা যাবে।’’

বেলিসের ধারণা, দলের অন্য ব্যাটসম্যানরা ভাল খেলতে না পারলে স্বাভাবিক ভাবেই অধিনায়কের ওপর একটা চাপ এসে পড়ে। ‘‘ব্যাপারটা সবার ক্ষেত্রেই সমান। এই তো আমাদের দলটাকেই দেখুন। আমাদের দলে কয়েক জন ক্রিকেটার আছে, যারা এখনও দলে নিজেদের জায়গাটা পাকা করতে পারেনি। এর ফলে চাপটা এসে পড়ছে রুট, জনি বেয়ারস্টোদের ওপর,’’ বলেছেন ইংল্যান্ড কোচ। সঙ্গে যোগ করেছেন, ‘‘প্রথম টেস্টের চার ইনিংসে দ্রুত উইকেট পড়েছে। ব্যাট করার সময় কেউই স্বচ্ছন্দ ছিল না। এমনকি কোহালিও নয়। আমার মনে হয়, প্রথম দিকে কোহালিও যথেষ্ট অস্বস্তিতে ছিল। হয়তো বাইরে থেকে দেখে পুরোটা বোঝা যায়নি, কিন্তু এজবাস্টনের পিচে ব্যাট করতে সত্যিই সমস্যা হয়েছে।’’

কোহালিকে চাপে ফেলার কথা বললেও ভারতকে নিয়ে কিন্তু সতর্ক বেলিস। তিনি মনে করেন, প্রথম টেস্টের ভুল থেকে দ্রুত শিক্ষা নেবেন ভারতীয় ক্রিকেটারেরা। বেলিসের মন্তব্য, ‘‘আমরা যেমন স্পিন খেলার ব্যাপারটা নিয়ে আলোচনা করব, ওরাও তেমন সুইং সামলানোর ব্যাপার নিয়ে নিশ্চয়ই বসবে। ভারত কিন্তু খুব ভাল দল। আমাদের সতর্ক থাকতে হবে।’’

আদালতে হাজিরা দেওয়ার জন্য লর্ডস টেস্টে খেলতে পারছেন না বেন স্টোকস। তাঁকে ছাড়া কতটা সমস্যায় পড়তে পারে ইংল্যান্ড? বেলিসের জবাব, ‘‘বেনের জুড়ি হয় না। দলের সম্পদ। প্রস্তুতি থেকে শুরু করে সব কিছুতে নিজেকে নিংড়ে দেয়। এখন দেখতে হবে, ওর কাজটা দলে কে করতে পারে।’’ কিন্তু এই ভাবে সিরিজের শুরুতে পুলিশ-আদালতের ঝামেলায় জড়িয়ে পড়ায় কি স্টোকসের মনঃসংযোগে চিড় ধরবে না? বেলিস সে রকম আশঙ্কা দেখছেন না। বলছেন, ‘‘আমার এই নিয়ে কোনও চিন্তা নেই। বেনও এই ব্যাপারটা নিয়ে উদ্বিগ্ন নয়। অবশ্যই এ রকম কিছু না ঘটলে আমরা সবাই খুশি হতাম। কিন্তু কিছু করার নেই।’’

স্টোকসের জায়গায় দলে ফিরিয়ে আনা হয়েছে আর এক অলরাউন্ডার ক্রিস ওক্‌সকে। যিনি চোটের জন্য ছিটকে গিয়েছিলেন। বেলিস বলছেন, ‘‘ক্রিস এখন ঠিক আছে। নেটে বল করেছে। প্রথম দিনের প্র্যাক্টিসে নেটে ১৪ ওভার বল করেছে। তা ছাড়া টেস্টের আগে ক্রিস দু’টো টি-টোয়েন্টি ম্যাচও খেলে নিচ্ছে। ফলে ম্যাচ প্র্যাক্টিসটাও পেয়ে যাবে। আমার মনে হয় না, ফিটনেস নিয়ে ক্রিসের কোনও সমস্যা হবে।’’

দ্বিতীয় টেস্টের জন্য দলে নেওয়া হয়েছে আর এক বাঁ হাতি ব্যাটসম্যান অলিভার পোপকে। এতে কি ভারতীয় অফস্পিনার আর.অশ্বিনের আরও সুবিধে হয়ে যাবে না? বেলিস সেই অঙ্ক মাথায় রাখতে চান না। বরং বলে দিচ্ছেন, ‘‘প্রথম একাদশ বাছার সময় আমরা কখনওই এই ব্যাপারটা গুরুত্ব দেব না। ডান হাতি ব্যাটসম্যান খেলাতে হবে বলে সেরা দল খেলাব না, এই ধারণায় আমি বিশ্বাসী নই।’’ তবে তিনি এও বলছেন, ‘‘অশ্বিন সত্যিই খুব ভাল বল করছে। বিশেষ করে বাঁ হাতিদের। আমাদের এই ব্যাপার নিয়ে বসতে হবে। দেখতে হবে, কী ভাবে ওকে সামলানো যায়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket Virat Kohli Trevor Bayliss
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE