মুম্বইয়েরই আর এক লিটল মাস্টারের বক্তব্যের সুরই এ দিন পাওয়া গিয়েছে সচিনের কথায়। তিনি বলে দেন, ‘‘বিশ্বকাপে সব সময়েই পাকিস্তানকে টেক্কা দিয়েছে ভারত। ফের ওদের হারানোর সময় হয়েছে। আমি ব্যক্তিগত ভাবে ঘৃণা বোধ করতাম, না খেলে দুই পয়েন্ট উপহার দিতে। তাতে তো ওদেরই সুবিধে করে দেওয়া হবে।’’
নিজস্ব প্রতিবেদন
২৩ ফেব্রুয়ারি, ২০১৯