রবিবার মোহনবাগানের আই লিগ ম্যাচে গ্যালারিতে থাকবে দশ হাজার সঞ্জয় সেন!
চমকপ্রদ এই ঘটনা ঘটাতে চলেছে বাগানের ফ্যানস্ ক্লাব। কোচের উপর ফেডারেশনের ‘অন্যায় শাস্তির’ বিরুদ্ধে বারাসত স্টেডিয়ামে সে দিন এ ভাবেই প্রতিবাদ জানাতে চান সবুজ-মেরুন সমর্থকেরা।
এআইএফএফের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ায় সঞ্জয়কে আট ম্যাচ সাসপেন্ড এবং দশ লাখ টাকা জরিমানা করা হয়েছে। যা কমানোর জন্য অ্যাপিল কমিটিতে গিয়েছেন তিনি। কিন্তু ফেডারেশন সচিব কুশল দাশ বিদেশে থাকায় এখনও সভার দিনক্ষণ ঠিক হয়নি। ফলে রবিবার মুম্বই এফসি ম্যাচে বাগানের রিজার্ভ বেঞ্চে কোচ সঞ্জয় বসতে পারবেন না। থাকবেন গ্যালারিতে। এবং কোচকে সমর্থন দিতে দশ হাজার সঞ্জয় সেনের মুখোশ তৈরি করা হচ্ছে। যা সে দিন বিনামূল্যে বিতরণ করা হবে বাগান সমর্থকদের মধ্যে।
বাংলা কেন, ভারতেই কোনও কোচের জন্য এমন আবেগের বহিঃপ্রকাশ নজিরবিহীন। যা শুনে হংকং থেকে ফোনে বাগান কোচ বললেন, ‘‘আমিও ব্যাপারটা শুনেছি। তবে আমি শুধু এখন আই লিগে সব ম্যাচ জিততে চাইছি।’’