পুদুচেরির স্পিনার সিডাক সিংহ। ছবি টুইটারের সৌজন্যে।
ইনিংসে ১০ উইকেট। কর্ণেল সিকে নাই়ডু অনূর্ধ্ব-২৩ প্রতিযোগিতায় মণিপুরের বিরুদ্ধে যা নিয়ে রেকর্ড বইয়ে জায়গা করে নিলেন পুদুচেরির সিডাক সিংহ। যাঁর বয়স মাত্র ১৯!
বাঁ-হাতি স্পিনার সিডাকের বোলিং গড় ১৭.৫-৭-৩১-১০। পুদুচেরির সিএপি সিয়েচেম মাঠে শনিবার তাঁর দাপটেই মণিপুরের ইনিংস শেষ হল ৭১ রানে। এদিনই ছিল ম্যাচের প্রথম দিন। টস জিতে ফিল্ডিং নিয়েছিল পুদুচেরি। সিডাকের প্রথম উইকেট আসে ম্যাচের ষষ্ঠ ওভারে। তারপর থেকে নিয়মিত আঘাত হানতে থাকেন তিনি।
সিডাক অবশ্য আদতে মুম্বইয়ের ক্রিকেটার। মুম্বইয়ের হয়ে সাতটি টি-টোয়েন্টিও খেলেছেন। পশ্চিমাঞ্চলের টি২০ ক্রিকেট চ্যাম্পিয়নশিপে ২০১৫ সালে নির্বাচিত হয়েছিলেন সিডাক। তখন তিনি খেলতেন অনূর্ধ্ব-১৫ দলে। সচিন তেন্ডুলকরের পরে তিনিই সবচেয়ে কম বয়সে মুম্বই দলে আসেন। সচিন এসেছিলেন ১৪ বছর বয়সে। সিডাক আসেন ১৫ বছরে। এই মরসুমে পুদুচেরির হয়ে খেলছেন তিনি।
আরও পড়ুন: ২৩ রান করলে ইডেনে কোন রেকর্ডের হাতছানি শিখরের সামনে
আরও পড়ুন: কাল থেকে শুরু টি-টোয়েন্টি সিরিজ, রোহিতদের সতর্ক করে দিলেন লক্ষ্ণণ
১৯৯৯ সালে নয়াদিল্লির ফিরোজ শাহ কোটলায় পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে এক ইনিংসে দশ উইকেট নিয়েছিলেন অনিল কুম্বলে। কুম্বলের আগে ইংল্যান্ডের জিম লেকার ১৯৫৬ সালের জুলাইয়ে ম্যাঞ্চস্টারে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোনও টেস্টে এক ইনিংসে দশ উইকেট নিয়েছিলেন। সিডাক এবার লেকার, কুম্বলের সঙ্গে এক সারিতে উঠে এলেন। তবে তিনি তা করলেন অনূর্দ্ধ-২৩ ক্রিকেটে। যা প্রথম শ্রেণির ক্রিকেট নয়। সিডাকের অ্যাকশন নিয়ে অবশ্য অতীতে প্রশ্ন উঠেছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডে তাঁর বিরুদ্ধে সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগও উঠেছিল।
#Cricket
— mahalakshmi Indian (@mahalakshmi3117) November 3, 2018
Sidak Singh does a anilkumble1074, grabs 'perfect 10' 🏏
The 19-year-old finished with incredible figures of 17.5-7-31-10, as he spun out Manipur single-handedly for 71
Report ✍️ https://t.co/VZFGFwO3dR pic.twitter.com/hOHcX8YBpv
(ক্রিকেটের খবর,ফুটবলের খবর, টেনিসের খবর, হকির খবর - খেলার খবরের সেরা ঠিকানা আমাদের খেলা বিভাগ।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy