Advertisement
০৫ অক্টোবর ২০২৪
Indian cricketer

COVID in Cricket: ইংল্যান্ড সফররত বিরাট বাহিনীর দুই সদস্যের করোনা, রাখা হয়েছে নিভৃতবাসে

আক্রান্ত ক্রিকেটারের প্রথমে গলায় ব্যথা হয়। তার পর তাঁর কোভিড পরীক্ষা করা হয়েছিল। সেই রিপোর্ট পজিটিভ আসে। 

ইংল্যান্ডে সফররত ভারতীয় দল

ইংল্যান্ডে সফররত ভারতীয় দল ফাইল ছবি।

সংবাদ সংস্থা
লন্ডন শেষ আপডেট: ১৫ জুলাই ২০২১ ০৮:৩০
Share: Save:

করোনায় আক্রান্ত হলেন ভারতীয় দলের দুই ক্রিকেটার। সংবাদ সংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, ভারতীয় দলের দু'জন ক্রিকেটার আক্রান্ত হয়েছেন। তাঁরা দলের সঙ্গে ইংল্যান্ড সফরে রয়েছেন। আপাতত একজন ক্রিকেটারকে তাঁর এক আত্মীয়ের বাড়িতে নিভৃতবাসে রাখা হয়েছে।

একটি সূত্রে জানা গিয়েছে, একজন ক্রিকেটারের প্রথমে গলায় ব্যথা হয়। তারপর তাঁর কোভিড পরীক্ষা করা হয়েছিল। সেই রিপোর্ট পজিটিভ আসে।

ওই ক্রিকেটারের সংস্পর্শে আসা আরও কয়েক জন ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদেরও তিন দিনের জন্য নিভৃতবাসে রাখা হয়েছিল।

সূত্রের খবর, এক ক্রিকেটার করোনা থেকে সেরে উঠেছেন। আক্রান্ত আরও এক ক্রিকেটারের করোনা পরীক্ষা করা হবে রবিবার।

সূত্রের দাবি, ''একজন ক্রিকেটার সেরে উঠলেও এখনও অসুস্থ আরও এক ক্রিকেটার। তবে তিনি আশাবাদী, দ্রুত সুস্থ হয়ে দলে ফিরতে পারবেন।'' বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পরই ছুটি কাটাতে চলে যান কয়েকজন ক্রিকেটার। ঋষভ পন্থ, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন, অজিঙ্ক রহাণেদের দেখা যায় ইংল্যান্ডের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে। ঋষভ গিয়েছিলেন ইউরো কাপ দেখতে। অশ্বিন গিয়েছিলেন উইম্বলডন দেখতে। ভারতের অফ স্পিনার এখন কাউন্টি ক্রিকেট খেলছেন।

সূত্রের আরও দাবি, ''ক্রিকেটারদের নিয়মিত কোভিড পরীক্ষা করা হচ্ছে। বাকি সকলেই সুস্থ রয়েছেন।''

চিন্তিত বিরাট

চিন্তিত বিরাট টুইটার

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

England Tour Indian cricketer COVID Positive
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE