ঠিক এগারো বছর আগে এই ১১ অগস্টই অলিম্পিক্সে ভারতের হয়ে ইতিহাস রচনা করেছিলেন তিনি। যখন বেজিং অলিম্পিক্সে ভারতের হয়ে প্রথম ব্যক্তিগত সোনা জিতেছিলেন শুটার অভিনব বিন্দ্রা। যে দিনটি স্মরণীয় হয়ে আছে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে।
কিন্তু স্বয়ং বিন্দ্রার কাছে অলিম্পিক্স সোনা জয়ের ওই দিনটি মোটেই তাঁর জীবনের স্মরণীয়তম মুহূর্ত নয়। অগস্টের বেজিংকে পিছনে ফেলে দিয়েছে ৩১ ডিসেম্বরের একটা কনকনে সকাল। যখন সকলের চোখের আড়ালে ট্রেনিং করার সময় একশোটি পুশ আপ দিতে হয়েছিল তাঁকে।
নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে এসে বিন্দ্রা বলেছেন, ‘‘ক্রীড়া জীবনে আমার সেরা মুহূর্তটা এসেছে ক্যামেরার ফ্লাশবাল্বের ঝলকানি থেকে দূরে। যখন কেউ আমাকে দেখছিল না। ওটা একটা ট্রেনিংয়ের দিন ছিল। ৩১ ডিসেম্বর। যখন আমি একটা প্রতিযোগিতার জন্য তৈরি হচ্ছিলাম।’’