শ্রীলঙ্কার বিরুদ্ধে উইকেট রক্ষকের দায়িত্ব সামলাচ্ছেন এমএস ধোনি। ছবি: এএফপি।
আর কয়েক মাস পরেই ৩৭তম জন্মদিন পালন করবেন মহেন্দ্র সিংহ ধোনি। এই বয়সেও দেশের এক নম্বর উইকেট রক্ষক তিনিই। ঋষভ পন্থ, ঋদ্ধিমান সাহা, নমন ওঝাদের মত এক ঝাঁক তরুণ তুর্কি থাকলেও উইকেটের পিছনে এখনও ধোনিই শেষ কথা।
তবে, ধোনির পরবর্তি সময় উইকেটের পিছনে ভারতীয় দলের মুখ কে হবেন সেটাই এখন বড় প্রশ্ন।
টেস্ট ক্রিকেটকে ধোনি বিদায় জানানোর পর ভারতীয় টেস্ট দলে নিয়মিত সদস্য বাংলার ঋদ্ধিমান। ঋদ্ধিমানের রিফ্লেক্সের কারণে অনেকেই তার মধ্যে ধোনির ছায়া দেখতে পান। ব্যাট হাতেও বহু টেস্টে ভারতকে জয় এনে দিয়েছেন ঋদ্ধিমান।
আরও পড়ুন: অস্ট্রেলীয় ওপেনের আগেই টেনিস সার্কিটে ফিরছেন সেরেনা
আরও পড়ুন: সান্তাক্লজ ধোনি! টুইটারে শুভেচ্ছা সমর্থকদের
অন্যদিকে, বিক্ষিপ্ত ভাবে ভারতীয় দলে সুযোগ পেলেও নজর টেনেছেন ঋষভ পন্থ। এ ছাড়া আইপিএল-এ বহু ম্যাচে উইকেটরক্ষার পাশাপাশি ব্যাট হাতেও ভাল পারফরম্যান্স করেছেন দিল্লি ডেয়ারডেভিলসের এই উইকেটরক্ষক।
ঋষভ ছাড়াও ধোনির পরবর্তি সময় ভারতীয় দলের উইকেটের পিছনে দাঁড়ানোর লড়াইয়ে এসেছেন নমন ওঝা। আইপিএল-এ নমনের পারফরম্যান্সও বেশ ভাল।
এ ছাড়াও লড়াইয়ে রয়েছেন দীনেশ কার্তিক এবং পার্থিব পটেল।
এ ছাড়াও লড়াইয়ে রয়েছেন দীনেশ কার্তিক এবং পার্থিব পটেল।