Advertisement
১৭ এপ্রিল ২০২৪
Sourav Ganguly

সৌরভের কুলিং অফ সরানোর আবেদন করবেন আদিত্য

ক্রিকেট প্রশাসক হিসেবে ছয় বছর কাজ করার মুখে সৌরভ গঙ্গোপাধ্যায়।

চর্চায়: জুলাইয়ে মেয়াদ শেষ হবে সৌরভের। ফাইল চিত্র

চর্চায়: জুলাইয়ে মেয়াদ শেষ হবে সৌরভের। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৪ মার্চ ২০২০ ০৩:৩৮
Share: Save:

২০১৩-এ আইপিএল স্পট ফিক্সিংয়ের আবেদনকারী এ বার নতুন ভূমিকায়। সেই আদিত্য বর্মা সুপ্রিম কোর্টকে আবেদন করবেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের কুলিং অফ মার্জনা করার দাবি নিয়ে।

ক্রিকেট প্রশাসক হিসেবে ছয় বছর কাজ করার মুখে সৌরভ গঙ্গোপাধ্যায়। যুগ্মসচিব হিসেবে কাজ করার পরে সিএবি প্রেসিডেন্টের দায়িত্ব সামলেছেন। বোর্ড প্রেসিডেন্ট নির্বাচিত হন অক্টোবরে। কিন্তু লোঢা সুপারিশ অনুযায়ী রাজ্য ক্রিকেট সংস্থা অথবা বোর্ডের পদাধিকারী হিসেবে টানা ছয় বছর কাজ করার পরে জুলাইয়ে তিন বছরের কুলিং অফে যেতে হবে। বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পরেও সৌরভ জানতেন তাঁর দশ মাসের মেয়াদ বাকি।

সচিব জয় শাহকেও একই নিয়মের মধ্য দিয়ে যেতে হবে। গুজরাত ক্রিকেট সংস্থার সচিব হিসেবে কাজ করেছেন পাঁচ বছর। এ বার বোর্ডের সচিব হিসেবে এক বছরের বেশি মেয়াদ নেই। তাই আদিত্য বর্মা বলছিলেন, ‘‘আমার আগের আবেদন অন্য মাত্রা পেয়েছিল। এ বার সিদ্ধান্ত নিয়েছি সুপ্রিম কোর্টকে আবেদন করব সৌরভ ও তাঁর দল যেন তিন বছরের মেয়াদ শেষ করার সুযোগ পায়। তাদের যেন কুলিং অফে যেতে না হয়।’’

কিন্তু কেন এই আবেদন করবেন স্পট ফিক্সিং আবেদনকারীর নায়ক? বর্মার উত্তর, ‘‘সৌরভের মতো একজন যদি তাঁর মেয়াদ শেষ করার সুযোগ না পায়, তা হলে প্রেসিডেন্ট হওয়ার যুক্তি কী? ভারতীয় বোর্ড যাতে শুষ্ঠু ভাবে কাজ করতে পারে, সেটাই চাই।’’

বর্মার আরও ব্যাখ্যা, ‘‘এত দিন বোর্ড অনুমোদিত প্রশাসকদের কমিটি (সিওএ) ঠিক মতো পরিচালনা করতে পারেনি। নতুন কেউ দায়িত্ব এলে তাঁর তো পর্যাপ্ত সময় প্রয়োজন। সৌরভ ও তার দলকে সেই সময় তো দেওয়াই উচিত।’’ যোগ করেন, ‘‘বর্তমানে করোনা আতঙ্কে আরও দু’মাস কাজ বন্ধ রাখতে হবে। তা হলে সৌরভরা কাজ করার সময় কখন পেল?’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sourav Ganguly Aditya Verma Supreme Court Cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE