Advertisement
১৮ মে ২০২৪

ভারতের বিরুদ্ধে স্পিনই অস্ত্র রশিদদের

রশিদ ও মুজিব সদ্য আইপিএলে খেললেও জাহির খান পারেননি আঙুলে চোটের জন্য। বাঁ হাতি স্পিনারটি দেশের ঘরোয়া ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারি।

স্পিনমন্ত্রেই আস্থা রশিদের।

স্পিনমন্ত্রেই আস্থা রশিদের।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩০ মে ২০১৮ ০৫:০৬
Share: Save:

চার স্পিনার নিয়ে ভারতের বিরুদ্ধে বেঙ্গালুরুতে একমাত্র টেস্ট খেলতে আসছে আফগানিস্তান। রশিদ খানের সঙ্গে আর এক রিস্টস্পিনার (কব্জির সাহায্যে স্পিন করেন যিনি) চায়নাম্যান বোলার জাহির খানও আছেন। এ ছাড়া দুই ফিঙ্গারস্পিনার (আঙুলের সাহায্যে স্পিন করেন যিনি) মুজিব-উর-রহমান ও আমির হামজাকেও ১৪ জুন থেকে এই টেস্টে দেখা যেতে পারে।

রশিদ ও মুজিব সদ্য আইপিএলে খেললেও জাহির খান পারেননি আঙুলে চোটের জন্য। বাঁ হাতি স্পিনারটি দেশের ঘরোয়া ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারি। টি-টোয়েন্টি ক্রিকেটে সাড়া ফেললেও রশিদ চারটির বেশি প্রথম শ্রেণির ম্যাচ খেলেননি। মুজিবের তো প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকই হয়নি। মাত্র চার জনের ২০-র বেশি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। সব চেয়ে বেশি ব্যাটিং অলরাউন্ডার মহম্মদ নবির, ৩২টি। অধিনায়ক অসগর স্তানিকজাই খেলেছেন ২৩টি প্রথম শ্রেণির ম্যাচ। এই দু’জন ছাড়া ব্যাটিংয়ে ভরসা মহম্মদ শাহজাদও। দলের অভিজ্ঞ পেসার দওলত জার্দানকে এই টেস্টে পাচ্ছেন না রশিদরা। তাঁর হাঁটুতে চোট। আর এক নামী পেসার সাপুর জার্দানও সুযোগ পাননি। পেস বিভাগ সামলাবেন ইয়ামিন আহমদজাই ও সইদ আহমেদ সিরজাদ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

test Afghanistan Cricket India Rashid Khan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE