Advertisement
E-Paper

বড় ইনিংস খেলেও হারিয়ে গেছেন যাঁরা

১০০৯ রান করে সবাইকে ছাপিয়ে গিয়েছেন প্রণব ধনওয়াড়ে। তাঁর এই রেকর্ডের জন্যই উঠে আসছে অনেক প্রশ্ন। ইতিহাস বলছে স্কুল ক্রিকেটে রানের পাহাড় তৈরি করে প্রায় অনেকেই হারিয়ে গিয়েছেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০১৬ ১৭:০৬
আর্থার কলিন্স।

আর্থার কলিন্স।

১০০৯ রান করে সবাইকে ছাপিয়ে গিয়েছেন প্রণব ধনওয়াড়ে। তাঁর এই রেকর্ডের জন্যই উঠে আসছে অনেক প্রশ্ন। ইতিহাস বলছে স্কুল ক্রিকেটে রানের পাহাড় গড়ে প্রায় অনেকেই হারিয়ে গেছেন। শুধু ভারতীয় ক্রিকেটের ইতিহাস নয় বিশ্ব ক্রিকেটেও একই গল্প। একশো বছর আগের ইতিহাস ঘাটলেও দেখা যাবে সেই চিত্র। আর্থার কলিন্স। ১৮৯৯ সালে স্কুল ক্রিকেটে ৬২৮ রানের ইনিংস খেলে উঠে এসেছিলেন ইংল্যান্ডের কলিন্স। মাত্র ১৩ বছর বয়সে স্কুল ক্রিকেটে ইতিহাস রচনা করা আর্থারকে কিন্তু আর দেখা যায়নি ক্রিকেটে। যোগ দিয়েছিলেন ব্রিটিশ আর্মিতে। মাত্র ২৯ বছর বয়সে প্রথম বিশ্ব যুদ্ধের লড়াইয়ে শহিদ হন তিনি।

আর্থারের থেকে অল্প হলেও ভাগ্যবান চার্লস ইডাই। অস্ট্রেলিয়ার হয়ে দুটো টেস্ট খেলেছিলেন তিনি। ২০ রান ও ৭ উইকেটই ছিল তাঁর জাতীয় দলের হয়ে সংগ্রহ। কিন্তু রেকর্ড করা ৫৬৬ রানের ইনিংস তিনি খেলেছিলেন টেস্ট দল থেকে বাদ পড়ার পর ১৯০২ সালে। সেটাই শেষ অত বড় ইনিংস খেলেও জাতীয় দলে আর ফিরতে পারেননি তিনি। ভারতের মাটিতেও হয়েছে এরকম একাধিক রেকর্ড। সেই তালিকায় রয়েছে মৌসুমে চমনলাল। ১৯৫৬-৫৭ তে স্কুল ক্রিকেটে ৫০২ রান করেছিলেন সৌসুম। এর পর পঞ্জাবের হয়ে খেলেছিলেন কয়েকটি ম্যাচ। কিন্তু ভারতীয় জাতীয় দলের দরজা খুলতে ব্যর্থ। আর একজন মৌসুম ডি আর হাভেওয়াল্লা। ১৯৩৩-৩৪ এ স্কুল ক্রিকেটে ৫১৫ করেছিলেন। আর কোনও রকম ক্রিকেটেই দেখা যায়নি এই ভারতীয়কে।

অস্ট্রেলিয়ার জেসি শার্প খেলেছিলেন ১৯১৫তে। ৫০৬ রান করে হঠাৎই উঠে এসেছিলেন আলোচনার শীর্ষে। কিন্তু স্কুল ছাড়ার পর আর ক্রিকেটে দেখা যায়নি তাঁকে। দু’বছর আগেই আর এক ভারতীয় খেলেছিলেন ৫৪৬ রানের ইনিংস। সেটা ২০১৩-১৪ মরশুম। তার পর আর তাঁকে দেখা না গেলেও এখনও সময় চলে যায়নি পৃথ্বীর। স্কুল ক্রিকেটে চমকে দিয়ে হারিয়ে যাওয়ার তালিকাটা বেশ দীর্ঘ। স্কুল না হলেও প্রথম শ্রেনীর ক্রিকেটে সফল হয়েছিলেন ব্রায়ান লারা। ১৯৯৪ সালে কাউন্টিতে ৫০১ রান করেছিলেন। প্রথম শ্রেনীর ক্রিকেটে এখনও সেরা তিনিই। একমাত্র লারাই হতে পারেন পৃথ্বী ও প্রণবদের পথ প্রদর্শক।

স্কুল ক্রিকেটে সর্বোচ্চ রান করে যাঁরা হারিয়ে গিয়েছেন

আর্থার কলিন্স ৬২৮ (ক্লার্কস হাউস বনাম নর্থ টাউন ১৮৯৯)

সিজে এডি ৫৬৬ (ব্রিক-ও-ডে বনাম ওয়েলিংটন ১৯০১-০২)

ডিআর হাভেওয়াল্লা ৫১৫ (বি.বি. অ্যান্ড সি.আই বনাম সেন্ট জেভিয়ার্স ১৯৩৩-৩৪)

জেসি শার্প ৫০৬ (মেলবোর্ন জিএস বনাম গেলং কলেজ ১৯১৪-১৫)

মৌসুমে চমনলাল ৫০২ (মহীন্দ্র কলেজ, পাতিয়ালা বনাম গভর্নমেন্ট কলেজ ১৯৫৬-৫৭)

এই স্টুডডার্ট ৪৮৫ (হ্যামস্টেড বনাম স্টোইকস ১৮৮৬)

মহম্মদ ইকবাল ৪৭৫ (মুসলিম মডেল বনাম ইসলামিয়া ১৯৫৮-৫৯)

school cricket pranav collins
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy