Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Soprts News

ফেড কাপেও অপ্রতিরোধ্য আইজলের অশ্বমেধের ঘোড়া

আই লিগ অভিযান যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই ফেড কাপ যাত্রা শুরু করল আইজল এফ সি। শনিবারের বরাবটি দেখল দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া একটি দল কী ভাবে ম্যাচে ফিরে আসতে পারে!

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ মে ২০১৭ ২২:০৩
Share: Save:

আই লিগ অভিযান যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই ফেড কাপ যাত্রা শুরু করল আইজল এফ সি। শনিবারের বরাবটি দেখল দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া একটি দল কী ভাবে ম্যাচে ফিরে আসতে পারে!

এ দিন ম্যাচের শুরুটা মোটেও ভাল হয়নি গত বারের ফেড ফাইনালিস্টদের। মাত্র ১৩ মিনিটের মাথায় চার্লসের গোলে এগিয়ে যায় চেন্নাই সিটি এফসি। এই সময় শক্ত হাতে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে আনার বদলে ম্যাচের মধ্যে থেকে বার বার হারিয়ে যাচ্ছিলেন আই লিগ বিজয়ীরা। চেন্নাইয়ের আক্রমণে সে সময় ত্রাহি ত্রাহি রব উঠে যায় আইজল রক্ষণে। এরই মাঝে ৩৯ মিনিটে কিংসলের ভুল থেকে বল পেয়ে চেন্নাইকে ২ গোলের লিড এনে দেন এডউইন ভ্যান্সপল। প্রথমার্ধের শেষে ফলাফল ছিল ২-০।

আরও পড়ুন

মোহনবাগানে থাকতে চাই, কিন্তু কেউ জানে না কী হবে

ম্যাচের বাকি থ্রিলারটা হয়ত তোলা ছিল দ্বিতীয়ার্ধের জন্য। পরবর্তী ৪৫ মিনিটে আলফ্রেড-কামোরা বুঝিয়ে দিলেন তাঁরা কেন আই লিগ চ্যম্পিয়ান! খালিদের ভোকাল টনিকে অন্য আইজলকে দেখা গেল দ্বিতীয়ার্ধে। ৫৩ মিনিটে সিরিয়ান ইন্টারন্যাশনাল আল-আমনার গোল দিয়ে শুরু হয় আইজলের গোল-পর্ব। এর পর ৬২ মিনিটে আইজলকে সমতায় ফেরায় লালডানমাউইয়া রালতে। এর পর চেন্নাইকে ম্যাচে ফিরতে দেয়নি মিজোরামের দলটি। ৮১ মিনিটে আইজলের হয়ে জয়সূচক গোলটিও আসে রালতের পা থেকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE