Advertisement
২০ মে ২০২৪

জিম্বাবোয়ের সফরে নেতৃত্ব দেবেন রাহানে, বিশ্রামে সিনিয়ররা

জিম্বাবোয়ে সফরের জন্য সোমবার ১৫ সদস্যের দল ঘোষণা করল বিসিসিআই। এই দলের নেতৃত্বে থাকবেন অজিঙ্ক রাহানে। বিশ্রাম দেওয়া হয়েছে ধোনি, কোহলি, রোহিত, রায়না, শিখর ধবন, অশ্বিন এবং উমেশ যাদবকে। দলে ফিরছেন মনোজ তিওয়ারি, হরভজন সিংহ এবং রবিন উথাপ্পা। জাতীয় দলে অভিষেক ঘটতে চলেছে সন্দীপ শর্মার।

দিল্লিতে নির্বাচন কমিটির বৈঠক। সোমবার পিটিআইয়ের তোলা ছবি।

দিল্লিতে নির্বাচন কমিটির বৈঠক। সোমবার পিটিআইয়ের তোলা ছবি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৯ জুন ২০১৫ ১৫:৪৯
Share: Save:

জিম্বাবোয়ে সফরের জন্য সোমবার ১৫ সদস্যের দল ঘোষণা করল বিসিসিআই। এ দিন দিল্লিতে নির্বাচক কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় এই সফরে দলকে নেতৃত্ব দেবেন অজিঙ্ক রাহানে। কয়েক জন সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়। এঁদের মধ্যে রয়েছেন ধোনি, কোহলি, রোহিত, রায়না, শিখর ধবন, অশ্বিন এবং উমেশ যাদব। পাশাপাশি, দলে ফিরিয়ে আনা হয়েছে মনোজ তিওয়ারি, হরভজন সিংহ এবং রবিন উথাপ্পাকে। একমাত্র সন্দীপ শর্মাই জাতীয় দলের নতুন মুখ।

নির্বাচক কমিটির চেয়ারম্যান সন্দীপ পাটিল বলেন, “শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং অস্ট্রেলিয়া সিরিজের কথা মাথায় রেখেই সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

দীর্ঘ চার বছর পর এক দিনের দলে সুযোগ পেলেন হরভজন। পাটিল জানান, হরভজনের সাম্প্রতিক পারফরম্যান্স বিচার করেই এই সফরে সুযোগ দেওয়া হয়েছে। অন্য দিকে, দীর্ঘ দিন দলের বাইরে থাকার পর এই সফরে নিজেকে প্রামাণ করার সুযোগ পেলেন উথাপ্পা।

রাহানের নতুন দায়িত্ব সম্পর্কে পাটিল বলেন, “ভারতের অন্যতম ধারাবাহিক ব্যাটসম্যান সে। এক জন ব্যাটসম্যানের বাইরে তার অন্য সম্ভাবনাময় দিকগুলিও খতিয়ে দেখা হচ্ছে। সে কারণেই তাকে এই সুযোগ দেওয়া হয়েছে।”

আগামী ১০ জুলাই জিম্বাবোয়ের বিরুদ্ধে নামবে ভারতীয় দল। হারারেতে তিনটি ওয়ানডে এবং দু’টি টি-টোয়েন্টি খেলবে ভারত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE