Advertisement
১৫ সেপ্টেম্বর ২০২৪
Akash Chopra

বছর দশেক আগেই দীপকের প্রতিভা চিনেছিলেন, চর্চায় আকাশ চোপড়ার পুরনো টুইট

বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে সদ্য হ্যাটট্রিক করেছেন দীপক চাহার। মাত্র সাত রানে নিয়েছিলেন ছয় উইকেট। যা কুড়ি ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে সেরা বোলিং।

আকাশ চোপড়ার টুইট নিয়ে চলছে চর্চা। ফাইল চিত্র।

আকাশ চোপড়ার টুইট নিয়ে চলছে চর্চা। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০১৯ ১৬:২৮
Share: Save:

২০১০ সালেই টুইট করেছিলেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার আকাশ চোপড়া। দাবি করেছিলেন, দীপক চাহার নামে দুর্দান্ত এক প্রতিভার নাম ভবিষ্যতে অনেক বার শোনা যাবে।

আর ঠিক সেটাই হয়েছে এখন। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করেন তরুণ পেসার। মাত্র সাত রানে নিয়েছিলেন ছয় উইকেট। যা কুড়ি ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে সেরা বোলিং। এখন তাই নেটিজেনরা আকাশ চোপড়ার পুরনো সেই টুইটের প্রসঙ্গ টেনে এনে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন তাঁকে।

ঠিক কী টুইট করেছিলেন আকাশ? তিনি লিখেছিলেন, ‘আমি একটা তরুণ প্রতিভাকে চিহ্নিত করেছি। রাজস্থানের দীপক চাহার। নামটা মনে রাখবেন। ভবিষ্যতে এঁকে আপনারা অনেক বার দেখবেন।’ আসলে সৌরভ মলহোত্র নামে একজন তাঁকে প্রশ্ন করেছিলেন তরুণ ভারতীয় বোলারদের নিয়ে। তাঁর উত্তরেই দীপকের নাম জানিয়েছিলেন আকাশ। এতদিন পর চর্চায় পুরনো সেই টুইট।

আরও পড়ুন: অধিনায়ক বিরাট কতটা আলাদা অধিনায়ক রোহিতের থেকে, ব্যাখ্যা করলেন ধওয়ন​

আরও পড়ুন: পুরনো অভ্যাস! নেটে বোলিংয়ের ছবি পোস্ট করে ট্রোলড শাস্ত্রী​

রবিবার নাগপুরে বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে হ্যাটট্রিকের পর সেই আকাশ চোপড়া টুইটারে এক পোস্ট করেছেন। যাতে দীপক চাহারের সঙ্গে তাঁর কথোপকথনের ভিডিয়ো রয়েছে। টুইটের মাধ্যমে দীপক চাহারকে আলাদা করে প্রশংসাও করেছেন আকাশ চোপড়া।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE