Advertisement
২৬ এপ্রিল ২০২৪

এফ এ ফাইনালে আর্সেনাল

সময়টা ভালই যাচ্ছে আর্সেনাল ফরোয়ার্ড অ্যালেক্সিস স্যাঞ্চেজ-এর। দিন কয়েক আগেই ইংলিশ প্রিমিয়ার লিগে তাঁর করা গোলেই অ্যাওয়ে ম্যাচে জয়ের খরা কেটেছিল আর্সেনালের। আর্সেনাল জিতল ২-১। তাও আবার দ্বিতীয়ার্ধের শুরুতে পিছিয়ে পড়ে।

ত্রাতা: আর্সেনালের হয়ে গোল করেই যাচ্ছেন স্যাঞ্চেজ। ছবি: রয়টার্স

ত্রাতা: আর্সেনালের হয়ে গোল করেই যাচ্ছেন স্যাঞ্চেজ। ছবি: রয়টার্স

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০১৭ ০৪:০৬
Share: Save:

সময়টা ভালই যাচ্ছে আর্সেনাল ফরোয়ার্ড অ্যালেক্সিস স্যাঞ্চেজ-এর। দিন কয়েক আগেই ইংলিশ প্রিমিয়ার লিগে তাঁর করা গোলেই অ্যাওয়ে ম্যাচে জয়ের খরা কেটেছিল আর্সেনালের।

রবিবার এফএ কাপ সেমিফাইনালে ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে অতিরিক্ত সময়ে তাঁর গোলেই ফাইনালে গেল আর্সেন ওয়েঙ্গারের দল। আর্সেনাল জিতল ২-১। তাও আবার দ্বিতীয়ার্ধের শুরুতে পিছিয়ে পড়ে। ২৭ মে ফাইনালে তাদের প্রতিপক্ষ চেলসি।

আরও পড়ুন: র‌্যামোসের লাল কার্ড, মেসি ম্যাজিকে রিয়াল বধ বার্সার

ওয়েম্বলি স্টেডিয়ামে প্রথমার্ধ গোলশূন্য থাকলেও ম্যাচের ৬২ মিনিটে সের্জিও আগুয়েরো-র গোলে এগিয়ে গিয়েছিল ম্যাঞ্চেস্টার সিটি। যদিও গোল করে তা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ম্যান সিটি। নয় মিনিট পরেই আর্সেনালকে সমতায় ফেরান নাচো মনরিয়াল। নির্ধারিত সময়ে ম্যাচের ফল ১-১ থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ১০১ মিনিটে ওয়েঙ্গারের মুখে হাসি ফুটিয়ে আর্সেনালকে এগিয়ে দেন অ্যালেক্সিস স্যাঞ্চেজ।প্রিমিয়ার লিগে ব্যর্থতার পর এফএ কাপের ফাইনালে উঠে স্বভাবতই উচ্ছ্বাসে ভাসছেন আর্সেন ওয়েঙ্গার। ম্যাচের পর তিনি বলে যান, ‘‘একটা বড় মানসিক পরীক্ষায় পাস করল ছেলেরা। অনেকেই টিমের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলছিল। ছেলেরা সেটা প্রমাণ করল।’’তিনি আরও বলেন, ‘‘একজন কোচ তখনই হাসিমুখে ঘুরে বেড়ান যখন তাঁর টিম মাঠে নেমে পারফর্ম করে। আজ ছিল সে রকম একটা দিন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Alexis Sanchez FA Cup Arsenal Manchester City
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE