বাগদান হল অলরাউন্ডার বিজয় শঙ্করের। বৃহস্পতিবার ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে তা জানালেন তিনি।
ইনস্টাগ্রামে বান্ধবী বৈশালী বিশ্বেশ্বরণের সঙ্গে দুটো ছবি পোস্ট করেছেন ভারতের অলরাউন্ডার। ক্যাপশনে দিয়েছেন শুধু আংটির ইমোজি। যাতে দেখা যাচ্ছে বৈশালীর পাশে দাঁড়িয়ে রয়েছেন তিনি। এই পোস্টের পরই বিজয় ভেসে গিয়েছেন অভিনন্দনে। ইংল্যান্ড বিশ্বকাপের ক্রিকেটারকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন সতীর্থরা।
লোকেশ রাহুল, যুজভেন্দ্র চহাল, শ্রেয়াস আইয়ার মন্তব্য করেছেন ওই পোস্টে। অভিনন্দন জানিয়েছেন করুণ নায়ার, অভিনব মুকুন্দ, জয়ন্ত যাদবরাও।