বিরাট কোহালি, স্টিভ স্মিথ, জো রুট ও কেন উইলিয়ামসন। এই সময়ের সেরা ব্যাটসম্যানের তালিকায় ধরা হয় এই চার জনকে। এঁদের মধ্যে সেরার সেরাকে বেছে নিলেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক এবং সে দেশের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউজ।
ডানহাতি অলরাউন্ডার বলেছেন, “আমার পছন্দ কোহালি। কুমার সঙ্গাকারার পর সবচেয়ে ধারাবাহিক ওই।” তিন ফরম্যাটেই কোহালির ব্যাটিং গড় পঞ্চাশের উপরে। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর শতরানের সংখ্যা ৭০। ৩১ বছর বয়সি কোহালি যে ভাবে এগোচ্ছেন তাতে সচিন তেন্ডুলকরের ১০০ সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিতে পারেন বলে মনে করছেন কেউ কেউ। শুধু সচিন নয়, ভিভ রিচার্ডসের সঙ্গেও তুলনা করা হয়েছে কোহালির। সাদা বলের ক্রিকেটে রান তাড়া করার দক্ষতার জন্য তাঁকে ডাকা হয় ‘চেজমাস্টার’ হিসেবে। টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বেশি রান তাঁরই।
আরও খবর: বোর্ডের জেনারেল ম্যানেজার পদ থেকে পদত্যাগের নির্দেশ সাবা করিমকে?