লক্ষ্য ছিল ‘এক রাজ্য এক ভোট’ নিয়ে আলোচনা। কিন্তু বদলে যেতে চলেছে অনেক কিছুই। বিসিসিআই-এর বিশেষ সাধারণ সভার মূল বিষয়ই বদলে হয়ে যেতে পারে কু্ম্বলে-বিরাট ইস্যু। চ্যাম্পিয়ন্স ট্রফি পরবর্তি সময়ে এখন ভারতীয় ক্রিকেটের একটাই আলোচনার বিষয়। তাই স্বাভাবিক ভাবেই সোমবারের বৈঠকে আলোচনার কেন্দ্রে থাকবে বিরাটদের কোচের বিষয়টিই।
এই এসজিএম-এর মূল বিষয় অবশ্যই ছিল, রাজ্য সংস্থাগুলির অধিকার। একটি রাজ্য মানে একটিই ভোট। তাই এই সভায় উপস্থিত থাকবে সব রাজ্য সংস্থার শীর্ষ কর্তারা।
আরও পড়ুন: সমালোচনায় বিদ্ধ বিরাটের পাশে অনুরাগ ঠাকুর