ভারতের হয়ে প্রথম সোনা তুলে নিলেন অঙ্কুর মিত্তল। আন্তর্জাতিক শ্যুটিং স্পোর্ট ফেডারেশন বিশ্বকাপে যোগ দিতে গিয়েছে ভারতের হয়ে নয় সদস্যের দল। মেক্সিকোর আকাপুলকোয় মেনস ডাবল ট্র্যাপ ইভেন্টে সোনা তুলে ভারতকে প্রথম পদক এনে দিলেন অঙ্কুর। গত মাসেই নয়া দিল্লিতে আইএসএসএফ বিশ্বকাপে রুপো জিতেছিলেন তিনি। সেই প্রতিযোগিতায় সোনা জয়ী অস্ট্রেলিয়ার জেমস উইলেটকে হারিয়েই এ বার সোনা জিতলেন এই ভারতীয়। প্রতিযোগিতার তৃতীয় দিন এল এই পদক।
আরও খবর: ১০ বছর আগের এই দিনে হতাশায় ডুবে গিয়েছিলেন সচিন তেন্ডুলকর