বুধবার নাসাফ এফসি-র বিরুদ্ধে এএফসি কাপের ইন্টার জোনাল সেমিফাইনালে নিজেদের মধ্যে বল রেখে খেলার চেষ্টা করবে এটিকে মোহনবাগান। সোমবার উজবেকিস্তানের কার্শিতে অনুশীলনে নেমে পড়েন রয় কৃষ্ণরা। মঙ্গলবার সন্ধ্যায় ফের অনুশীলন করবে তারা।
শক্তিশালী প্রতিপক্ষ নাসাফের বিরুদ্ধে নামার আগে কিছুটা হলেও সাবধান মোহনবাগান। জিতবেনই, এমনটা নিশ্চিত করে বলতে পারছেন না কোচ আন্তোনিয়ো লোপেজ হাবাস। এটিকে মোহনবাগান মিডিয়া টিমকে দেওয়া সাক্ষাৎকারে হাবাস বলেন, ‘‘জিতবই এমনটা বলতে পারছি না। তবে নাসাফকে হারানোর শক্তি আমাদের রয়েছে। দুবাইয়ে আমাদের প্রস্তুতি ভাল হয়েছে। মাথায় রাখতে হবে আমাদের প্রতিপক্ষও বেশ শক্তিশালী। ওদের দলেও বেশ কিছু ফুটবলার রয়েছে, যারা ম্যাচের রং যে কোনও সময় বদলে দিতে পারে।’’
এএফসি কাপের সেমিফাইনালে অভিষেক হতে পারে ইউরো ফেরত জনি কাউকোর। হুগো বুমোস চোটের কারণে দলে না থাকায় তাঁর জায়গায় খেলতে পারেন ফিনল্যান্ডের এই মিডফিল্ডার। এই কয়েক দিনে কাউকো দলের সঙ্গে মানিয়ে নিয়েছেন বলে জানালেন হাবাস। তিনি বলেন, ‘‘কাউকো দলের সঙ্গে মানিয়ে নিয়েছে। দলের সঙ্গে থাকা প্রবীর দাস, সুসাইরাজও গুরুত্বপূর্ণ ফুটবলার।’’