Advertisement
২৪ এপ্রিল ২০২৪

ম্যাক হিউয়ের চোট নিয়ে চিন্তিত হাবাস

শুক্রবার সকালের উড়ানে গোয়া রওনা হচ্ছে এটিকে। এ দিন বিকেলে যুবভারতী সংলগ্ন মাঠে প্রস্তুতি সারলেন ডেভিড উইলিয়ামসরা। চোট থাকায় অনুশীলন করেননি প্রণয় হালদার, আনাস এডাথোডিকা ও কার্ল ম্যাক হিউ।

এটিকে কোচ আন্তোনিয়ো লোপেস হাবাস।

এটিকে কোচ আন্তোনিয়ো লোপেস হাবাস।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৯ ০৪:১০
Share: Save:

আইএসএল টেবলের শীর্ষ স্থানে এটিকে। তিন নম্বরে এফসি গোয়া। সাত ম্যাচে ১৪ পয়েন্ট রয় কৃষ্ণদের। সমসংখ্যক ম্যাচ খেলে ১২ পয়েন্ট ফেরান কোরোমিনাসদের। কিন্তু এটিকে কোচ আন্তোনিয়ো লোপেস হাবাস পয়েন্ট টেবলের অবস্থানকে একেবারেই গুরুত্ব দিচ্ছেন না। দু’পয়েন্টে পিছিয়ে থাকা গোয়াকে একেবারেই হাল্কা ভাবে নিতে রাজি নন স্পেনীয় কোচ।

বৃহস্পতিবার বিকেলে যুবভারতী ক্রীড়াঙ্গনে সাংবাদিক বৈঠকে হাবাস বললেন, ‘‘এ বারের আইএসএলে গোয়া দারুণ শক্তিশালী দল। গত মরসুমে ফাইনালে খেলেছিল। তার উপরে শনিবার ওরা নিজেদের মাঠে খেলবে। ম্যাচটা একেবারেই সহজ হবে না।’’ এর পরেই তিনি যোগ করেন, ‘‘নর্থইস্টের বিরুদ্ধে আগের ম্যাচে দুর্দান্ত খেলেছে ছেলেরা। এই ছন্দটাই ধরে রাখতে হবে।’’

শুক্রবার সকালের উড়ানে গোয়া রওনা হচ্ছে এটিকে। এ দিন বিকেলে যুবভারতী সংলগ্ন মাঠে প্রস্তুতি সারলেন ডেভিড উইলিয়ামসরা। চোট থাকায় অনুশীলন করেননি প্রণয় হালদার, আনাস এডাথোডিকা ও কার্ল ম্যাক হিউ। উদ্বিগ্ন এটিকে কোচ বললেন, ‘‘কার্লের মাঠে ফিরতে জানুয়ারি বা ফেব্রুয়ারি হয়ে যাবে হয়তো। তবে প্রণয় ক্রমশ সুস্থ হচ্ছে।’’

গোয়ায় এটিকের জয়ের পথে কাঁটা ছড়িয়ে দিতে পারেন কোরোমিনাস। হাবাস বলছেন, ‘‘কোরোমিনাস গুরুত্বপূর্ণ ফুটবলার ঠিকই। কিন্তু ওর জন্য আলাদা কোনও পরিকল্পনা নেই। পুরো গোয়া দলটার বিরুদ্ধেই খেলতে হবে আমাদের।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ISL Antonio Lopez Habas ATK
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE