Advertisement
১৮ মে ২০২৪
আর্সেনাল ২ : ম্যান ইউ ০

মোরিনহোর হার ওয়েঙ্গারের কাছে

ম্যাচের বাহাত্তর ঘণ্টা আগেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কোচ জোসে মোরিনহো আভাস দিয়েছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের চেয়ে ইউরোপা লিগ জয়কেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।

হতাশ: আর্সেনালের বিরুদ্ধে গোল না পেয়ে হতাশ রুনি। এএফপি

হতাশ: আর্সেনালের বিরুদ্ধে গোল না পেয়ে হতাশ রুনি। এএফপি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ মে ২০১৭ ০৪:২১
Share: Save:

ম্যাচের বাহাত্তর ঘণ্টা আগেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কোচ জোসে মোরিনহো আভাস দিয়েছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের চেয়ে ইউরোপা লিগ জয়কেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। যাতে আগামী বছর চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারে তাঁর দল। তাই এই ম্যাচে কয়েকজনকে বিশ্রাম দিতে পারেন তিনি।

এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের বিরুদ্ধে নামার আগে আগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কোচ জোসে মোরিনহোর বক্তব্য ছিল, ‘‘পাঁচ-ছয় গোল খেতে নয়। বরং লড়াই ছুড়ে দিতেই যাচ্ছি।’’ ম্যাচে যদিও সেই লড়াইয়ের দেখা মিলল খুবই কম। বরং ইংলিশ প্রিমিয়ার লিগে দু’জনের ১৩ তম সাক্ষাতে আর্সেন ওয়েঙ্গারের কাছে প্রথম হারলেন মোরিনহো। ম্যাচের ফল ২-০। ইপিএলে ২৫ ম্যাচ পরে এটাই প্রথম হার মোরিনহোর টিমের। আর্সেনালের হয়ে গোল করলেন গ্রানিট জাকা এবং ড্যানি ওয়েলবেক।

ম্যাচ জিতে ওয়েঙ্গার বলে গেলেন, ‘‘খারাপ সময় কাটিয়ে ধীরে ধীরে ফর্মে ফিরছি আমরা। প্রত্যেকটা জয়ই গুরুত্বপূর্ণ। এই ম্যাচটা জেতা দরকার ছিল।’’

আরও পড়ুন: ড্র দিয়ে ফেডকাপ অভিযান শুরু করল ইস্টবেঙ্গল

বৃহস্পতিবার ইউরোপা লিগের সেমিফাইনালে সেল্টা ভিগোর বিরুদ্ধে ফিরতি পর্বের ম্যাচের কথা ভেবেই এ দিন মার্কাস র‌্যাশফোর্ড, পল পোগবাদের অতিরিক্ত তালিকায় রেখেছিলেন ম্যান ইউ কোচ। বদলে দিয়েছিলেন প্রথম একাদশের আটজনকেই। যে প্রসঙ্গে মোরিনহো ম্যাচ শেষে সোজাসাপ্টা বলে গেলেন, ‘‘পুরো শক্তি নিয়ে মাঠে নামিনি। আটজনকে বদলে দিয়েছিলাম। কারণ আমরা ইপিএলে চতুর্থ হয়ে শেষ করার বদলে ইউরোপা লিগটা জিততে চাই। এই হার নিয়ে ভাবছি না। কারণ আসল ম্যাচ বৃহস্পতিবার।’’

ওয়েঙ্গারের বিরুদ্ধে এ দিন প্রথম পঁয়তাল্লিশ মিনিট অপরাজিতই ছিলেন মোরিনহো। বরং এই সময় রুনিরা সুযোগ নষ্ট না করলে এগিয়ে যেতে পারত ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই পিছিয়ে পড়ে ম্যান ইউ। তিরিশ গজের জোরালো শটে এই সময় গোল করে যান গ্র্যানিট জাকা। আশা করা গিয়েছিল এই গোলের পর আক্রমণে মরিয়া হবেন রুনিরা। কিন্তু তাঁরা সেই সুযোগ পাওয়ার আগেই ফের গোল হজম করে ০-২ পিছিয়ে পড়ে মোরিনহোর দল।

আর্সেনালের হয়ে দ্বিতীয় গোল করে যান ড্যানি ওয়েলবেক। আর্সেনালের হয়ে ম্যাঞ্চেস্টারের বিরুদ্ধে এই নিয়ে শেষ তিন সাক্ষাতেই গোল পেলেন ওয়েলবেক। ওয়েলবেকের গোলের পরেই মোরিনহো আর দেরি না করে নামিয়ে দিয়েছিলেন তাঁর দুই জোড়া অস্ত্র লিনগার্ড এবং র‌্যাশফোর্ডকে। এই দুই ফুটবলার নামার পরে কিছুটা ম্যাচে ফিরেছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। কিন্তু ওয়েঙ্গারের স্ট্র্যাটেজি তা বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি। ম্যান ইউনাইটেডকে হারালেও ষষ্ঠ স্থানেই রইল আর্সেনাল। তাদের বাকি রয়েছে আরও চার ম্যাচ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Manchester United Arsenal Premier League Football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE