Advertisement
E-Paper

ইউএস ওপেন জিতে প্রেমিকের ঠোঁটে ঠোঁট সাবালেঙ্কার, সিনারের ম্যাচে চর্চিত প্রেমিকা

চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ প্রেমিকের সঙ্গে ভাগ করে নিলেন এরিনা সাবালেঙ্কা। গ্যালারিতে গিয়ে প্রেমিককে চুমু খেলেন। ইয়ানিক সিনারের ম্যাচে গ্যালারিতে দেখা গেল তাঁর চর্চিত প্রেমিকাকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫ ০৯:১৪
sports

ইউএস ওপেন জিতে প্রেমিককে চুমু এরিনা সাবালেঙ্কার। ছবি: সমাজমাধ্যম।

সাফল্যের আনন্দ প্রিয়জনের সঙ্গে ভাগ করে নিলেন এরিনা সাবালেঙ্কা। ইউএস ওপেনে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে স্ট্রেট সেটে আমান্ডা আনিসিমোভাকে হারিয়ে তিনি দৌড়ালেন সোজা গ্যালারিতে। সেখানে বসে তাঁর প্রেমিক জর্জিয়স ফ্রানগুলিস। তাঁকে গিয়ে চুমু খেলেন সাবালেঙ্কা। ইয়ানিক সিনারের ম্যাচে গ্যালারিতে নজর কাড়লেন তাঁর চর্চিত প্রেমিকা লাইলা হাসানোভিচ।

মহিলাদের সিঙ্গলস ফাইনাল চলাকালীন মাঝে মাঝেই ক্যামেরায় ধরা পড়ছিলেন ফ্রানগুলিস। ব্রাজ়িলের নাগরিক ফ্রানগুলিস ব্যবসায়ী। গ্যালারি থেকে সাবালেঙ্কাকে উৎসাহ দিচ্ছিলেন তিনি। খেলা শেষে সাবালেঙ্কা আর অপেক্ষা করেননি। সোজা গ্যালারিতে যান। সেখানে তাঁর কোচ ও সাপোর্ট স্টাফের সঙ্গেই বসেছিলেন ফ্রানগুলিস। সকলকে জড়িয়ে ধরার পর শেষে ফ্রানগুলিসকে জড়িয়ে ধরেন সাবালেঙ্কা। দু’জন দু’জনের কানে কিছু বলছিলেন। তার পর ফেরার আগে ফ্রানগুলিসকে চুমু খান সাবালেঙ্কা। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। পরে সাংবাদিক বৈঠকে সাবালেঙ্কা জানিয়েছেন, ফ্রানগুলিসের বিরুদ্ধে বাজি জিতেছেন তিনি। সাবালেঙ্কা বলেন, “ওর সঙ্গে বাজি ধরেছিলাম, যদি আমি ইউএস ওপেন জিততে পারি, তা হলে এই ট্রফির উল্কি ও নিজের পশ্চাতদেশে করাবে। আমি বাজি জিতে গিয়েছি।” এ কথা বলে নিজেই হেসে ফেলেন বেলারুশের মেয়ে।

২০২৪ সালে সাবালেঙ্কার তৎকালীন প্রেমিক কনস্টানটাইন কলসভের মৃত্যু হয়। তদন্তে জানা যায়, আত্মঘাতী হয়েছেন তিনি। কসলভ আইস হকি খেলতেন। তাঁর মৃত্যু সাবালেঙ্কাকে ধাক্কা দিয়েছিল। কয়েক মাস কোর্টে নামতে পারেননি তিনি। ধীরে ধীরে আবার খেলায় ফেরেন বিশ্বের এক নম্বর মহিলা টেনিস তারকা। তখনই ফ্রানগুলিসের সঙ্গে তাঁর পরিচয়। বেশ কয়েকটি সাক্ষাৎকারে সাবালেঙ্কা জানিয়েছেন, সেই কঠিন পরিস্থিতি থেকে তাঁকে বার করে এনেছিলেন ফ্রানগুলিস। তাঁর কারণেই আবার স্বাভাবিক হতে পেরেছেন তিনি।

পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে কানাডার ফেলিক্স অগার আলিয়াসিমেকে হারিয়েছেন সিনার। সেই ম্যাচে সিনারের খেলার থেকেও বেশি নজর কেড়েছেন আর এক জন। ডেনমার্কের মডেল লাইলা। গ্যালারিতে দেখা যায় তাঁকে। লাইলার দিকে ক্যামেরা পড়তেই শোরগোল হয় দর্শকদের মধ্যে। চলতি বছর উইম্বলডন থেকে সিনার ও লাইলার প্রেমের জল্পনা চলছে। সেখানে সিনারের বেশ কয়েকটি ম্যাচে গ্যালারিতে ছিলেন লাইলা। ইউএস ওপেনেও সেই ছবিই দেখা গেল।

tennis

ইয়ানিক সিনারের চর্চিত প্রেমিকা লাইলা হাসানোভিচ। ছবি: সমাজমাধ্যম।

সিনার ও লাইলা দু’জনে অবশ্য এখনও পর্যন্ত এই সম্পর্কের কথা স্বীকার করেননি। কিন্তু মন্টি কার্লোর এক আইসক্রিম দোকানের মালিক তাঁদের সম্পর্কে সিলমোহর দিয়েছেন। সেই দোকানে মাঝেমধ্যেই যান সিনার ও লাইলা। দোকানের মালিক রোবের্তো জানিয়েছেন, ড্যানিশ মডেলের সঙ্গে প্রেম করছেন বিশ্বের এক নম্বর পুরুষ টেনিস তারকা।

ইউএস ওপেনে পুরুষদের ফাইনালে কার্লোস আলকারাজ়ের বিরুদ্ধে খেলতে নামবেন সিনার। ফরাসি ওপেন ও উইম্বলডনের পর আরও এক ফাইনালে মুখোমুখি তাঁরা। চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডন জিতেছেন সিনার। ফরাসি ওপেনের ফাইনালে হারতে হয়েছে তাঁকে। আরও এক গ্র্যান্ড স্ল্যাম জিতে বছর শেষ করার সুযোগ রয়েছে তাঁর। আলকারাজ়ের বিরুদ্ধে যখন আর্থার অ্যাশ স্টেডিয়ামে সিনার নামবেন তখনও ক্যামেরা খুঁজবে আর এক জনকে। ফাইনালে কি গ্যালারিতে থাকবেন সিনারের চর্চিত প্রেমিকা লাইলা? উত্তর মিলবে কয়েক ঘণ্টা পরেই।

US Open 2025 Aryna Sabalenka Jannik Sinner
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy