বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামে নিজের নাম খোদাই করেছেন এরিনা সাবালেঙ্কা। আমেরিকার আমান্ডা আনিসিমোভাকে স্ট্রেট সেটে হারিয়েছেন বেলারুশের তারকা। দর্শকদের বিদ্রুপের মধ্যেও জিতেছেন সাবালেঙ্কা। খেলা শেষে সেই দর্শকদের খোঁচা মারলেন তিনি। পাশাপাশি আনিসিমোভাকে পরামর্শও দিলেন বিশ্বের এক নম্বর তারকা।
ম্যাচ জিতে কোর্টেই হাঁটু মুড়ে কেঁদে ফেলেন সাবালেঙ্কা। চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেন ও ফরাসি ওপেনের ফাইনালে উঠে হারতে হয়েছে তাঁকে। তাই এই জয়ের আনন্দ তাঁর কাছে আরও বেশি। কিছু ক্ষণ কান্নার পর সোজা দৌড়ালেন গ্যালারিতে। সেখানে তখন লাফাচ্ছেন তাঁর কোচ ও সাপোর্ট স্টাফেরা। তাঁদের এক এক করে জড়িয়ে ধরলেন। চুমু খেলেন প্রেমিককে। সাবালেঙ্কার কোচ তাঁকে এক রুপোলি রঙের ঝলমলে পোশাক দিলেন। বোঝা গেল, ফাইনাল জেতার পর পরবেন বলেই সেটা বানানো হয়েছে। সেই পোশাক পরে ট্রফি নিতে উঠলেন সাবালেঙ্কা।
গোটা ম্যাচে দর্শকদের সমর্থন পাননি সাবালেঙ্কা। বিরক্ত হয়েছেন। পাল্টা হুঙ্কার দিয়েছেন। তিনি যখন ট্রফি নিচ্ছেন তখন অবশ্য গোটা আর্থার অ্যাশ স্টেডিয়াম উঠে দাঁড়িয়ে হাততালি দিচ্ছেন। তবে সাবালেঙ্কার কথায় বোঝা গেল, তাঁদের বিদ্রুপ তিনি ভোলেননি। তাই পাল্টা খোঁচা মারলেন তিনি। সাবালেঙ্কা বললেন, “দু’বছর আগে এখানে আমেরিকার খেলোয়াড়দের বিরুদ্ধে নেমে বুঝেছিলাম, সমর্থন পাব না। প্রার্থনা করতাম, আমেরিকার খেলোয়াড়দের বিরুদ্ধে যাতে না নামতে হয়। কিন্তু গত বারও খেলতে হল। এ বারও। আশা করছি পরের বার হয়তো সমর্থন পাব।”
প্রতিপক্ষ আনিসিমোভা তখনও পর পর দুই গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে হারের ধাক্কা থেকে বেরাতে পারেননি। দর্শকদের সমর্থনের পরেও হারতে হয়েছে। তবে যাঁর কাছে হেরেছেন, সেই সাবালেঙ্কার খেলায় মুগ্ধ আনিসিমোভা। তিনি বললেন, “সাবালেঙ্কাকে শুভেচ্ছা। তুমি দুর্দান্ত। আমি তোমার খেলা দেখে মুগ্ধ। যে পরিস্থিতিতে তুমি এই টেনিস খেললে, তা অন্য কেউ পারত না।” আনিসিমোভার কথা থেকে স্পষ্ট, বিপক্ষের এই সমর্থনের বিরুদ্ধে লড়াই করে সাবালেঙ্কা যে ভাবে জিতেছেন তাতে অবাক তিনি।
আরও পড়ুন:
আর্থার অ্যাশ স্টেডিয়ামের দর্শকদের ধন্যবাদ দিয়েছেন আনিসিমোভা। তিনি বললেন, “সকলে যে ভাবে আমাকে সমর্থন করেছেন তা আমি কোনও দিন ভুলব না। দুর্দান্ত দু’সপ্তাহ কাটল। ইউএস ওপেনের ফাইনালে খেলা আমার স্বপ্ন ছিল। সেটা সত্যি হয়েছে। কিন্তু জিততে পারলাম না। পর পর দুটো ফাইনালে হারের ধাক্কা সামলানো কঠিন। আশা করছি পরের বার চ্যাম্পিয়ন হয়ে ফিরব।”
ফাইনালে হারের দুঃখ সাবালেঙ্কা জানেন। তিনিও চলতি মরসুমে দু’টি ফাইনাল হেরেছেন। তাই আনিসিমোভাকে পরামর্শ দিয়েছেন বিশ্বের এক নম্বর তারকা। সাবালেঙ্কা বললেন, “পর পর দুটো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে ওঠা সহজ নয়। আমি জানি, ফাইনালে হারের দুঃখ কতটা। কিন্ত বিশ্বাস করো, এক দিন তুমি জিতবে। এই হারের ধাক্কার পর সেই জয়ের আনন্দ আরও বেশি হবে।” ঠিক যে ভাবে দুই ফাইনাল হারের ধাক্কা কাটিয়ে ইউএস ওপেন জয়ের আনন্দ পেয়েছেন সাবালেঙ্কা। সেই পরামর্শই প্রতিপক্ষকে দিয়ে গেলেন তিনি।