সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অসমের বিরুদ্ধে শনিবার ১৩ রানে হারল বাংলা। প্রথমে ব্যাট করে অসম করেছিল ১৫৭-৫। জবাবে বাংলার ইনিংস শেষ হয় ১৪৪-৮।
হারের পর বাংলার অধিনায়ক অনুষ্টুপ মজুমদার বলেন, ‘‘একটা খারাপ দিন গেল। সব বিভাগেই একাধিক ভুলভ্রান্তি হয়েছে। সে সব শুধরেই পরের ম্যাচে নামতে হবে। আশা করি, এই গ্রুপ থেকে পরের ধাপে যাবে বাংলা।’’
এ দিনের হারের ফলে এলিট গ্রুপ ‘বি’-তে ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বাংলা। ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অসম।