আগের দিন বিকেলে অশোক দিন্দার তোলা ঝড়ের রেশ কাটলেও অসমের প্রথম ইনিংস শেষ হয়ে গেল ১৪৩ রানে। বাংলার বিরুদ্ধে রঞ্জি ট্রফির লিগ পর্যায়ের শেষ ম্যাচে তারাফলো অন করে ফের ব্যাট করতে নেমে পড়ল। অর্থাৎ প্রথম ইনিংসে বাংলা বিপক্ষের চেয়ে ৩০১ রানে এগিয়ে। দ্বিতীয় ইনিংসে এই রানটা না তুলতে পারলে অসম ইনিংসে হারবে এবং বাংলা সাত পয়েন্ট পেয়ে নক আউটে জায়গা করে নেবে। এখনও এক দিনের খেলা বাকি।
অশোক দিন্দা, যিনি আগের দিন শেষ বিকেলে মাত্র ২০ মিনিটের মধ্যে কোনও রান না দিয়ে অসমের প্রথম চার ব্যাটসম্যানকে ফিরিয়ে দিয়েছিলেন, সেই দিন্দা এ দিন কোনও উইকেট না পেলেও প্রজ্ঞান ওঝা ও মুকেশ কুমার অসমের বাকি ব্যাটসম্যানদের আউট করার দায়িত্ব নিয়ে নেন। দু’জনেই তিনটি করে উইকেট পান। অসমের ব্যাটিংয়ের অন্যতম দুই প্রধান ভরসা বি অরুণ কার্তিক ৩০ ও তেজিন্দর সিংহ ৫০ করেন। সইদ মহম্মদ ৩১। এ ছাড়া আর কেউ বাংলার বোলারদের সামনে মাথা তুলে দাঁড়াতে পারেননি।
পড়ুন: সাতের স্বপ্ন দেখাচ্ছেন বিধ্বংসী দিন্দা
চায়ের বিরতির আগেই অসম দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পড়ে। চায়ের বিরতিতে অসম ৩৪-১। অর্থাৎ বাংলাকে আরও ন’উইকেট তুলতে হবে ইনিংস জয়ের জন্য। হাতে আরও এক দিন সময়।
অঘটন না ঘটলে সেটা কঠিন নয় মনোজ তিওয়ারিদের পক্ষে।