Advertisement
১৮ মে ২০২৪

শেষ চারে ওঠার পরীক্ষা এটিকের

গত মরসুমে আইএসএলে অভিষেক ঘটানো জামশেদপুর এফসি শেষ করেছিল পঞ্চম স্থানে।

মহড়া: কালু উচেকে আটকানোর চেষ্টা প্রণয় হালদারের। নিজস্ব চিত্র

মহড়া: কালু উচেকে আটকানোর চেষ্টা প্রণয় হালদারের। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০১৯ ০৫:৫৯
Share: Save:

আইএসএলে দু’বারের চ্যাম্পিয়ন এটিকে। অথচ এই মরসুমে ১৩ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে। শেষ চারে যোগ্যতা অর্জন করতে না পারার আতঙ্ক বাড়ছে কলকাতা শিবিরে।

গত মরসুমে আইএসএলে অভিষেক ঘটানো জামশেদপুর এফসি শেষ করেছিল পঞ্চম স্থানে। এই মরসুমেও এখন পাঁচ নম্বরে তারা। ১৩ ম্যাচে ২০ পয়েন্ট জামশেদপুরের।

রবিবাসরীয় যুবভারতীতে দু’দলেরই অগ্নিপরীক্ষা। এটিকে জিতলে বেঁচে থাকবে শেষ চারে খেলার সম্ভাবনা। জামশেদপুরের লক্ষ্য কলকাতাকে হারিয়ে রবিবারই সেমিফাইনালে খেলা নিশ্চিত করা। কিন্তু ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে দু’দলের কোচই খুব স্বস্তিতে নেই।

এটিকে কোচ স্টিভন জেমস কপেল (স্টিভ) গত মরসুমে জামশেদপুরের দায়িত্বে ছিলেন। পুরনো দলের বিরুদ্ধে দ্বৈরথের আগে তিনি উদ্বিগ্ন দু’টো কারণে। এক) ফুটবলারদের গোল নষ্ট করার প্রবণতা। ১৩ ম্যাচে মাত্র ১১টি গোল করেছে এটিকে। আইএসএলের লিগ পর্বে এ বারই সব চেয়ে কম গোল করেছেন কালু উচে, বলবন্ত সিংহেরা। রবিবার জামশেদপুরের গোলরক্ষা করবেন আবার দুরন্ত ছন্দে থাকা সুব্রত পাল। দুই) জামশেদপুর এখনও পর্যন্ত ২১টি গোল করেছে। যার মধ্যে ১০টি গোলই সেট-পিস থেকে। এটিকে যে ১২টি গোল খেয়েছে, তার মধ্যে পাঁচটিই সেট-পিস থেকে।

শনিবার যুবভারতীতে অনুশীলনের আগে সাংবাদিক বৈঠকে স্টিভ বললেন, ‘‘প্রত্যেক বছরের মতো এ বারও গোল করতে না পারার সমস্যা রয়েছে। আমরা চেষ্টা করছি দ্রুত ভুলত্রুটি শুধরে নিতে। আশা করছি, রবিবার যুবভারতীতে অন্য এটিকে-কে দেখা যাবে।’’ কপেল অবশ্য মানতে রাজি নন যে, জামশেদপুরের বিরুদ্ধে জিততে না পারলে শেষ চারে খেলার স্বপ্ন শেষ হয়ে যাবে এটিকের। তাঁর কথায়, ‘‘জামশেদপুরকে হারাতে পারলে আমরা ভাল জায়গায় চলে আসব ঠিকই। কিন্তু আমি মনে করি না, এই ম্যাচটার উপরেই আইএসএলে এটিকে-র ভবিষ্যৎ নির্ভর করছে।’’ তিনি যোগ করেন, ‘‘এ বারের আইএসএলে যেন লুকোচুরি খেলা চলছে। জামশেদপুর এই মরসুমে মাত্র একটিই ম্যাচ হেরেছে। অথচ এখনও শেষ চারে খেলা নিশ্চিত করতে পারেনি ওরা।’’

জামশেদপুর কোচ সিজ়ার ফের্নান্দোর সমস্যা প্রধান স্ট্রাইকার টিম ক্যাহিল আঙুলের অস্ত্রোপচার করাতে ম্যাঞ্চেস্টার গিয়েছেন। চলতি আইএসএলে তিনি আদৌ খেলতে পারবেন কি না, তা নিয়েই ধোঁয়াশা রয়েছে। রাজু গায়কোয়াড়ের হ্যামস্ট্রিংয়ে চোট। মাইকেল সুসাইরাজ জ্বরে কাবু। তা সত্ত্বেও সেরার খোলাখুলি জানালেন, জয় ছাড়া কিছুই ভাবছেন না। বললেন, ‘‘এটিকের বিরুদ্ধে ড্রয়ের অর্থ, পরের দু’টো ম্যাচ জিততেই হবে। ’’

রবিবার আইএসএলে

এটিকে বনাম জামশেদপুর এফসি (যুবভারতী, সন্ধে ৭.৩০ স্টার স্পোর্টস ওয়ান ও থ্রি চ্যানেলে সরাসরি)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Football ATK ISL
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE